adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ দেশের মিডিয়াকে ধুয়ে দিলেন ক্লার্ক

michaelclarস্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। একে তো ব্যাট হাতে রান নেই। তার উপর অস্ট্রেলিয় মিডিয়াগুলো চটেছে কোহলির উপর। সিরিজে মাঠের বাইরের বারুদে উত্তেজনাটা যেন এক কোহলিকে ঘিরেই! একদিন আগে অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যম তো কোহলিকে বিদ্রুপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে তুলনা করে। এ অবস্থায় কোহলির পাশে দাড়াতে টুইট করেন ভারতের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন পর্যন্ত। এবার তার পাশে দাড়ালেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। কোহলিকে ট্রাম্পের সঙ্গে তুলনায় নিজ দেশের মিডিয়াকে একরকম ধুয়েই দিয়েছেন ক্লার্ক।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মাঠে গড়ানোর আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল উত্তেজনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি রূপ নিয়েছে আগুনে উত্তেজনায়। তবে কোহলিকে নিয়ে অমন মন্তব্যের জন্য ক্লার্ক নিজ দেশের মিডিয়ার একহাত নিলেন। ক্লার্ক বলেন, ‘কোহলিকে ট্রাম্পের সাথে তুলনা করাটা খুবই বাজে ব্যাপার। আমি এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ কোহলিকে পছন্দ করি। আমার মনে হয় শুধু কয়েকজন সাংবাদিকই তার পেছেন লেগে থাকে।’

সাংবাদিকদের উপর সব দায় দিয়ে অবশ্য নিজ দেশের ক্রিকেটারদেরও একটু আগলে রাখতে চাইলেন ক্লার্ক। সাবেক অজি অধিনায়ক বলেন, ‘মাঠের বাইরের এই বিষয় গুলোতে অস্ট্রেলিয়া দলেরও কোনো সমস্যা নেই আশা করি। মিডিয়াই অতিরিক্ত করছে কোহলিকে নিয়ে।’

অবশ্য ক্লার্ক যতটা বলছেন ততটা নয়। বেঙালুরুতে স্টিভ স্মিথের রিভিউ নিয়ে দুই দলের খেলোয়াড়দের কাদা-ছোড়াছড়ি তো আর কম হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া