adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এভারেস্টের চুড়ায় ওঠা নিয়ে মিথ্যাচার রুখতে চায় নেপাল সরকার


NEPALআন্তর্জাতিক ডেস্ক : গত বছর ভারত থেকে যাওয়া দুই পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চুড়ায় ওঠার দাবি করেছিলেন।
তবে পরে তাদের সেই চুড়ায় ওঠার ছবি ভুয়া ছিলো বলে অভিযোগ ওঠে।
এর পর তাদের দশ বছরের জন্য নেপালে পর্বতারোহণে নিষেধাজ্ঞা দিয়েছে নেপালের কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বত মাউন্ট এভারেস্টের চুড়ায় আরোহণ না করেই অনেক পর্বতারোহী এভাবেই মিথ্যাচার করেন বলে অনেক দিন ধরেই অভিযোগ রয়েছে। সেটি ঠেকানোর ব্যবস্থা নিচ্ছে নেপালের সরকার।

এই বছর যারা মাউন্ট এভারেস্টে আরোহণ করবেন তাদের জিপিএস ট্র্যাকিং ডিভাইস দেবে নেপালের সরকার।দেশটির কর্তৃপক্ষ বলছে এতে করে কোনো পর্বতারোহী বিপদে পড়লে তাকে খুঁজে পাওয়া সহজ হবে। কিন্তু একই সাথে এভারেস্টের চুড়ায় না উঠেই অনেকে তার যে দাবি জানিয়ে থাকেন সেটিও এই যন্ত্র দিয়ে ধরে ফেলা যাবে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি যদি এবছর সফল হয় তাহলে আগামী বছর থেকেই পর্বতারোহীদের জন্য এ ধরনের যন্ত্র বহন বাধ্যতামূলক করা হবে।

হিমালয়ের বিভিন্ন পর্বতের চুড়ায় ওঠার মূল মৌসুম হলো এপ্রিল ও মে মাস।শত শত পর্বতারোহী প্রতিবছর এই সময় নেপালে পাড়ি জমায়।
এবছর এই মৌসুম শুরুর আগে বহু পর্বতারোহী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।-বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া