adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করবেন না: আইজিপি

IGPডেস্ক রিপাের্ট : জঙ্গিবাদ নিয়ে রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। বিভিন্ন সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর বিএনপি নেতাদের সমালোচনার মধ্যেই তিনি এই আহ্বান জানালেন। আইজিপি বলেন, ‘এটা নিয়ে রাজনীতি করা যায় না, এটা দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।’

১৯ মার্চ রবিবার দুপুরে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন পুলিশ প্রধান।

গত বছর জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে পুলিশ রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, টাঙ্গাইলে সন্দেহভাজন বেশ কিছু জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে। প্রায় প্রতিটি আস্তানাতেই নিহত হয়েছে সন্দেহভাজন বেশ কজন জঙ্গি। এদের মধ্যে সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিতরাও রয়েছে।

এসব অভিযানের কড়া সমালোচনা এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের কাছ থেকে। কেন সন্দেহভাজন জঙ্গিদেরকে না ধরে মেরে ফেলা হচ্ছে সে প্রশ্ন তুলেছেন তারা। খালেদা জিয়া এমনও বলেছেন, জঙ্গি নাম দিয়ে তরুণদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে।

সবশেষ গত বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড অভিযান নিয়ে সংশয় জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে এসব জঙ্গি তৎপরতার বিষয়ে তাদের সন্দেহ রয়েছে। দলের আরেক শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জঙ্গিবাদতে হাতিয়ার করেছে আওয়ামী লীগ।

কারও নাম উল্লেখ না করে আইজিপি বলেন, ‘দেশের প্রত্যেকটি সেক্টরে যখন সার্বিক উন্নয়ন হচ্ছে, সেখানে একটি মহল বরাবরের মতো মিথ্যাচার করে বিবৃতি দিয়ে যাচ্ছে। …তারা বলছেন আমরা নাকি জঙ্গি নিয়ে খেলা করছি। সব বিষয়ে বিবৃতি দেয়া যায় না। জঙ্গিবাদ নিয়ে কোনো রাজনীতি করবেন না। এটা দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়।’

আইজিপি বলেন, ‘পুলিশ জঙ্গিদের হত্যা করতে চায় না। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চায় না এবং তারা উল্টো হামলা করে। এই অবস্থায় গুলি করা ছাড়া উপায় থাকে না।’

জনগণের সহযোগিতা ছাড়া জঙ্গিবাদ বা কোনো ধরনের অপরাধ নির্মূল করা যায় না জানিয়ে আইজিপি বলেন, জনগণ ও পুলিশ এক সঙ্গে কাজ করতে হবে। এই সংস্কৃতিকেই কমিউনিটি পুলিশিং বলে জানান তিনি।

পুুলিশ প্রধান বলেন, ‘হাজার হাজার অভিযান চালিয়ে, কোটি টাকার মাদক উদ্ধার, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেপ্তার এবং হাজারও মামলা দিয়েও মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। সেক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি ও নাগরিকদের দায়িত্ববোধ সৃষ্টিতে কাজ করবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।’

থানা থেকে ‘টাউট-বাটপার ও দালাল’দের সরাতে হবে জানিয়ে আইজিপি বলেন, ‘জনগণ সরাসরি পুলিশের কাছে যাবে, তাদের সমস্যার কথা বলবে। জনগণের সঙ্গে পুলিশের কোনো দূরত্ব থাকবে না।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেলার সংসদ সদস্য হাবিবে মিল্লাত, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, হাসিবুর রহমান স্বপন, আব্দুল মজিদ ম-ল, তানভীর ইমাম ও সেলিনা বেগম স্বপ্না প্রমুখ এতে বক্তব্য রাখেন।

এ সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও প্রায় অর্ধলক্ষ মানুষ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া