adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৯ শতাংশ সাড়া দিয়েছে ফেসবুক

FACEডেস্ক রিপাের্ট : ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে ৭৯ শতাংশ সাড়া দিয়েছে ফেসবুক।

আর এসব তথ্য প্রাপ্তির আবেদনের শীর্ষে রয়েছে নারীর প্রতি সহিংসতা ও অবমাননা এবং ধর্মীয় উসকানি ও জঙ্গিবাদ। এরমধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বেশির ভাগ অভিযোগ হয়েছে অনলাইনে জঙ্গিবাদের বিস্তারের বিষয়ে।

আর এসব জিজ্ঞাসার জবাবে ক্রমেই তথ্য প্রদানে সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছে বিশ্বের শীর্ষ অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গত ৩ বছরে ফেসবুকের এই জবাব দেয়ার হার ২৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে।

জানা গেছে, গত ৩ বছরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ৩১৩টি অভিযোগ পাঠিয়েছে সরকার। এর মধ্যে ১৬৭টি অভিযোগের বিষয়ে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

অভিযোগের পরিসংখ্যান বিষয়ে জানা গেছে, ২০১৪ এবং ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) কাছে সরকার ৬৪টি অনুরোধ পাঠালে তখন মাত্র ১৭টি অভিযোগের বিষয়ে সাড়া দিয়েছিলো ফেসবুক। এরপর  ২০১৫-১৬তে বিটিআরসির মাধ্যমে ২০৩টি অনুরোধ পাঠানো হয়েছিল। এরমধ্যে ১১৪টি বিষয়ে ব্যবস্থা নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এদিকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৬টি অনুরোধ পাঠিয়ে ৩৬টির সাড়া পেয়েছে সরকার।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া