adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

র‌্যাব কার্যালয় আত্মঘাতী হামলাকারীর ছিন্নভিন্ন লাশের পাশে যা পড়ে ছিল

LASHনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার পর কিছু ছবি প্রকাশ হয়েছে। হামলাকারীর ক্ষতবিক্ষত মরদেহ ছাড়াও চৌবাচ্চার পাশেই ছেড়া পোশাক,একটি কালো ব্যাগ, স্যান্ডেল ও ক্যাপ পড়ে রয়েছে।

ছবিতে দেখা গেছে, আত্মঘাতী হামলাকারীর ছিন্নভিন্ন মরদেহটি র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভেতরে চৌবাচ্চা ও শৌচাগারের মাঝামাঝি পাকা মেঝেতে পড়ে আছে। মরদেহের বামপাশে রয়েছে ছোট্ট একটি কালো ব্যাগ, পরনে ছেড়া কালো প্যান্ট, পায়ের কাছে লাল একটি গামছার মতো কাপড়, পেটের কাছে সাদা চেকশার্টের ছেড়া অংশ, গলায় প্যাচানো রয়েছে টিশার্টের অংশ। এছাড়া মাথার কাছে একটি ক্যাপ পড়ে আছে, আর পায়ের কাছে স্যান্ডেল। মরদেহের দুই-তিন গজ দূরে অর্থাৎ চৌবাচ্চার পশ্চিম কোনে জমে আছে ছোপছোপ রক্ত।

১৭ মার্চ শুক্রবার দুপুর ১ টার দিকে আশকোনার হাজি ক্যাম্প সংলগ্ন র‌্যাবের প্রস্তাবিত ও নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা চালায় অজ্ঞাত এক যুবক। নির্মাণাধীন সদর দফতরটি বর্তমানে র‌্যাবের ব্যারাক হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রায় দুইশ র‌্যাব সদস্য সেখানে থাকেন। সংরক্ষিত এলাকাটির চারপাশেই কংক্রিটের দেয়াল। প্রবেশের জন্য একটি প্রধান ফটক রয়েছে।সেখানে ২৪ ঘণ্টা রয়েছে র‌্যাবের পাহারা। এত নিরাপত্তার পরও সেখানে আত্মঘাতী হামলার পর পুরো এলাকাটি ঘেরাও করে রাখে র‌্যাব। এমনকি ঘটনার পর প্রথমে থানা পুলিশকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‍নূরে আজম বলেন, ‘দুপুরে র‌্যাবের নির্মাণাধীন ভবনের মধ্যে আত্মঘাতী হামলা হয়। হামলাকারী নিহত হয়েছে।’ তিনি বলেন, ‘এঘটনায় র‌্যাবের দুই সদস্য  আহত হয়েছেন। ঘটনার পর সেখানে পুলিশ প্রবেশ করতে দেওয়া হয়নি।’

এদিকে বিকাল সাড়ে চারটার দিকে সিআইডির ক্রাইম সিন ভেতরে প্রবেশ করে। তারা আলামত সংগ্রহ করার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহত জঙ্গির সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী।

এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি একেএম শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তারা গাড়িতে করেই র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে প্রবেশ করেন। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর সন্ধ্যা সাতটার দিকে তারা বের হয়ে যান। এসময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলেও তারা কেউ কথা বলেননি। আইজিপি গাড়ির গ্লাস খুললেও কোনও কথা বলতে রাজি হননি। এরপর তারা দুজনেই চলে যান।

সন্ধ্যা সাতটা ১২ মিনিটের দিকে বিমানবন্দর থানার পুলিশ হামলাকারীর লাশ নিয়ে ঢামেক হাসপাতালে চলে যায়। 

ওসি নূরে আজম বলেন, ‘সুরাতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া