adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি প্রকাশ্য আদালতে জরিমানা করলেন প্রতারকদের

courtডেস্ক রিপাের্ট : ধানমন্ডির ৬ নম্বর রোডে অবস্থিত কয়েক’শ কোটি টাকা মূল্যের একটি বাড়ির দাবিদার ২ ব্যক্তি সশরীরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হওয়ার পর তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পেশায় প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তা ওই দু’জনকে ‘প্রতারক’ সাব্যস্ত করেছেন আদালত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, সর্বোচ্চ আদালতে প্রকাশ্যে প্রতারক সাব্যস্ত হওয়ার এই ঘটনা নজিরবিহীন। তিনি বলেছেন, জরিমানার পর ওই ২ ব্যক্তির আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।  মঙ্গলবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বাড়িটির দাবিদার ২ ব্যক্তি হলেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও পুলিশ ইন্সপেক্টর মো. শাহিন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ধানমন্ডির একটি বাড়ি, সরকার যেটি পরিত্যক্ত ঘোষণা করেছিল।  সেই বাড়ির বিষয়ে একটি মামলা আপিল বিভাগে ছিল। কিছু ব্যক্তি এই বাড়িটি তাদের নিজস্ব সম্পদ দাবি করে। তারা ভারত থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে পরিত্যক্ত বাড়িটিকে নিজেদের করে নিতে চাইছিল। আজ আদালতের সামনে ওই দু’জন হাজির হন। আদালত তাদেরকে জেরা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, তারা এ সম্পদটি আত্মসাৎ করার জন্য এই পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে প্রচেষ্টা চালাচ্ছিলেন। এরপর আপিল বিভাগ দু’জনকে প্রকাশ্য আদালতে ২০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা না করলে তাদেরকে জেলে পাঠানো হতো। তারা জরিমানার টাকা আদালতেই জমা দিয়েছে। প্রকাশ্য আদালতে প্রতারক চিহ্নিত করা এবং জরিমানা করে রেয়ার কেস।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ আদেশের ফলে এই পরিত্যক্ত বাড়িটির বিষয়ে সরকার জয় লাভ করেছে। এ সম্পদ এখন পরিত্যক্ত হিসেবে বিবেচিত হবে। বাড়িটি হলো ধানমন্ডির ৬ নম্বর রোডের হোল্ডিং নাম্বার ৪০। এর মূল মালিক বলে কিছু লোক দাবি করছিল। তারা বলেছে যে, আমরা ভারতে থাকি। ভারত থেকে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন তার এক আত্মীয় পুলিশ ইন্সপেক্টর মো. শাহিনের নামে পাওয়ার অব অ্যাটর্নি এনেছেন।’

‘তাদের বিষয়ে কোর্ট মন্তব্য করেছেন একজন ইঞ্জিনিয়ার তিনি একজন চালাক লোক, প্রতারক। আর পুলিশ ইন্সপেক্টর মো. শাহিন সে তার পেশাগত দায়িত্বের বাইরে এসে কাজে যুক্ত হওয়া ও তার নামে পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করা খুবই অন্যায় কাজ হয়েছে। তাদের অন্য কোনো শাস্তি হবে কি না সেটা ডিপার্টমেন্ট দেখবে। আমার তো মনে হয়, কোনো সরকারি চাকরিজীবীর যে কোনো দণ্ড হলে তার চাকুরি থাকার কথা না।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা নজরে আসলো গত তারিখে যখন শুনানি হয়। তখন আদালত বলেছেন, যারা পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে সম্পদটির দাবি করছেন তাদেরকে আদালতে হাজির করা হোক।পাওয়ার অব অ্যাটর্নি দাবিদার শাহিন যখন আদালতে দাঁড়ান তখন তাকে জেরা করা হয়। কিন্তু জেরায় ওই বাড়ির মূল মালিক কে তার নাম সে বলতে পারেনি। সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেনি। এ সম্পদের মূল্য কয়েক’শ কোটি টাকা।’

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ‘পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে যে সমস্ত সম্পত্তি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকা উচিত। এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ দেখা দরকার। আদালত বলেছেন, পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে যারা সম্পদ ছাড়িয়ে নেয় তাদের বেশিরভাগই ভুয়া।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া