adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে মৃত ১৫

ETOআন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়া রাজধানীর আদ্দিস আবাবার নিকটবর্তী এলাকায় বিশাল এক আবর্জনার স্তূপ ধসে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর ডেকান ক্রনিক্যালের।

আদ্দিস আবাবার মেয়র দিরিবা কুমা জানান, শনিবার রাতে কোশি গারবেজ ল্যান্ডফিলে এই ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি অস্থায়ী বাড়িঘর এবং ইটের তৈরি ভবনের উপরে আবর্জনার স্তূপ ধসে পড়ে। দেশটির রাজধানীর ৫০ বছরের ময়লা-আবর্জনা এই ডাম্পিং এলাকায় রাখা হয়েছিল।

স্থানীয়  অধিবাসী আসিফা তেকলিমাহিমানত জানান, বেশ কয়েক বছর এখানে ময়লা ফেলা বন্ধ ছিল। নিকটবর্তী কৃষকরা তাদের এলাকায় আবর্জনা ফেলা বন্ধ করে দিলে এখানে আবার ময়লা-আবর্জনা ফেলা শুরু হয়।    

আসিফা আরও জানান, ভূমিধসের ঘটনা যখন ঘটে তখন ঐ এলাকায় প্রায় ১৫০ জন লোক ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া