adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী বললেন- সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর খবর ‘টোটাললি ফলস’

image-23785নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের আরেক দফা বেতন বাড়ানোর খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এটা ‘টোটাললি ফলস’ খবর।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, এ নিয়ে কয়েকটি গণমাধ্যম যে খবর প্রকাশ করেছে, সেটি তথ্যনির্ভর নয়।

এক বছর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির আদেশ কার্যকর হয়েছে। এতে কোনো কোনো পর্যায়ে বেতন বেড়ে ১১২ শতাংশ পর্যন্ত হয়েছে। তবে প্রথম বছর মূল বেতন বৃদ্ধি পেলেও অন্যান্য ভাতা যোগ হবে আগামী অর্থবছরে।

বেতন বৃদ্ধির এই প্রজ্ঞাপনেই জানানো হয়, এখন থেকে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়বে। কিন্তু সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, এই পাঁচ শতাংশের বাইরে মূল্যস্ফীতি ধরে আবারও আট শতাংশ বেতন বাড়বে সরকারি কর্মীদের।

তবে অর্থমন্ত্রী জানান, এই খবর সঠিক নয়। তিনি বলেন, ‘এবার মোটেই আরেক দফা ইনক্রিমেন্টের কোনো ব্যবস্থা আমরা করছি না।’

অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি পাঁচ শতাংশের বেশি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি বিবেচিত হবে, এটি আগেই নির্ধারিত। যদি মূল্যস্ফীতি পাঁচ শতাংশ না হয় তবে কোনও ইনক্রিমেন্ট হবে না। কাজেই প্রতিবছর বেতন বাড়বে সে ধারণা ঠিক নয়।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য স্থায়ী পে কমিশন গঠনের প্রয়োজন নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর যে ইনক্রিমেন্ট দেওয়া হবে তা নির্ধারণ করতে স্থায়ী একটি সেল গঠন করা হবে। এই সেল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট কীভাবে করা যায় তা নির্ধারণ করবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘গত বেতন কমিশনে আমরা বলেছি, আর ভবিষতে বেতন কমিশন হবে না। সো, উই অলসো প্রোমিজড- অল্টারনেটিভ একটা সিস্টেম করতে হবে।’

এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় সংস্থা) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মুহিত বলেন, ‘এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ২০১৭ সালে অথবা তার পরবর্তী বছরগুলোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কত শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা থাকবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া