adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার আনুষ্ঠানিকতার ম্যাচে শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ

Hockeyক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড-২ এর আসর। দেশের হকি ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনে অনেক স্বপ্নই ছিল স্বাগতিক বাংলাদেশের। কিন্তু রাসেল মাহমুদ জিমিরা পূরণ করতে পারেনি কোনটাই। ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়ার প্রথম লক্ষ্যটা তো ভেস্তে যায় আগেই। ওমানের কাছে হেরে। বৃহস্পতিবার মিশরের কাছে হেরে কোয়ার্টারে যাওয়ার দ্বিতীয় স্বপ্নটাও ভঙ্গ। অবশ্য প্রথম স্বপ্ন যেখানে পূরণ হয়নি, সেখানে দ্বিতীয় স্বপ্ন পূরণের আশা তো বিলাসিতাই। এখন বরং আসরে পঞ্চম হওয়ার যে স্বপ্ন স্বাগতিকদের, সেটিকে বাস্তব চিন্তাই বলতে হবে। যে মিশনের পথে শনিবার সকালে প্রাক-স্থান নির্ধারণী ম্যাচ খেলবে অলিভার কার্টজের দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জিমিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সোয়া ৯টায় বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ছাড়াও শনিবার আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১১.৩০ মিনিটে দ্বিতীয় প্রাক-স্থান নির্ধারনী ম্যাচে খেলবে ঘানা ও ফিজি। পরের দুটি ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেরা চারের লড়াই। ১.৪৫ মিনিটে প্রথম সেমিফাইনালে মালয়েশিয়া খেলবে মিশরের বিপক্ষে। বিকেল ৪.০৫ মিনিটে চীন খেলবে ওমানের বিপক্ষে।
ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড-২ এর প্রতিটি অঞ্চলের ফাইনালিস্ট দুই দল টিকিট পাবে পরের পর্বের জন্য। সেক্ষেত্রে শনিবারই নির্ধারণ হয়ে যাবে ঢাকার আসরটি থেকে কারা যাচ্ছে পরের পর্বে। অন্যদিকে স্বাগতিক দল বাংলাদেশকে পঞ্চম হতে হলে শ্র্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। কারণ এ ম্যাচে জয় পেলেই রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটা খেলার সুযোগ থাকবে। নইলে খেলতে হবে সপ্তম স্থানের জন্য। দেখা যাক, সব হারানো দল এখন সান্তনার জন্য কিছু কুড়াতে পারে কিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া