adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন-২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলেছে বিএনপি

imagesডেস্ক রিপাের্ট : বর্তমান সরকার পাট শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং পাট শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে। বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে।
 
খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় পাট মেলার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
 
এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসন আমলে রমজান মাসে পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে, তখন ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়।
 
পাট শিল্প নিয়ে বর্তমান সরকার আরো কাজ করছে জানিয়ে তিনি বলেন, পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন ড. মাকসুদুল আলম। তাকে নিয়ে খুব গোপনে গবেষণা করতে হয়েছিল আমাদের। গবেষণা শেষ হওয়ার আগে আমরা এ সম্পর্কে কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি। এখন তিনি থাকলে সবচাইতে ভাল হত। কিন্তু তিনি আমাদের মাঝে নেই। কিন্তু পাট শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
 
প্রধানমন্ত্রী বলেন, পাট দিয়ে এখন পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করা হচ্ছে। এটি মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না।
 
প্যারিস জলবায়ু সম্মেলনের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছিল পরিবেশ দূষিত না করে আমাদের কাজগুলো করার জন্য। পাট ব্যবহার করলে তাই আমাদের দুই ধরণের লাভ হবে। এতে পরিবেশ দূষিত হবে, সেই সঙ্গে ব্যবহার হবে নিজেদের দেশি পণ্য।
 
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দূষণমুক্ত এই ব্যবহারের জন্য পাটের চাহিদাও বেড়ে গেছে। আশা করছি পাটের সোনালি অতীত আবারো ফিরে আসবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া