adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলাধুলায় পিছিয়ে নেই বাংলাদেশের নারীরা

mabia1ক্রীড়া প্রতিবেদক : মানসিক হতাশা কিংবা সামাজিক কোনো বাধাই নারীদের সামনে এগিয়ে যাওয়া রুখতে পারে না। নারী যদি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেয় তাকে কেউ আটকাতেও পারে না । তার প্রমাণ বাংলাদেশের ক্রীড়াঙ্গণ। স্বাধীনতার পর একটু একটু করে ক্রীড়াঙ্গণে পদচারণা শুরু হয় নারীদের। আজ নারীরাই সমান অধিকার নিয়ে ক্রীড়াঙ্গণে জায়গা করে নিয়েছে। তারা দেশের বাইরে বাংলাদেশের পতাকাও বহন করছে। বিদেশের মাটিতে ফুটবল, সাঁতার, কাবাডি, শুটিং, ভারোত্তোলনে স্বর্ণপদক জিতে বিদেশের মাটিতে জাতীয় সঙ্গীত প্রচার করেছেন এই নারীরা। জাতীয় প্রতিযোগিতায় পুরুষ থেকে পিছিয়ে নেই। নারীরা ফুটবল, ক্রিকেট, সাঁতার, দাবা, টেনিস, টেবিল টেনিস, ভারোত্তোলন, কাবাডি, কুস্তি, হ্যান্ডবল, ভলিবল, শুটিংসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে আসছে। জাতীয় প্রতিযোগিতা করে গিনেস বুকে বাংলাদেশের কোনো পুরুষ খেলোয়াড় নাম তুলতে পারেনি। এখানেই নারী এগিয়ে। টেবিল টেনিসে ১৬বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তুলেছেন জোবেরা রহমান লিনু। বাংলাদেশের শুধু নারী সমাজের নয়, গোটা জাতীর অহংকার এই লিনু। গত বছর অনূর্ধ্ব-১৪ নারী দলের খেলোয়াড়রা নেপালে দুর্দান্ত পারফরম করে এএফসি নারী দলের মূল পর্বে চায়নার ভেনুতে খেলার অনন্য সুযোগ সৃষ্টি করেছে। ক্রিকেটে নারীরা শুধু জাতীয় লিগ নয়, এশিয়া কাপ ক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেটের মতো বড় আসরে প্রতিনিধিত্ব করছে। দাবা, জনপ্রিয় ইভেন্টের মধ্যে একটি। আশির দশকে একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন রানী হামিদ। বিদেশেও তিনি দুর্দান্ত পারফরম করেছেন। এর পরেই ইয়াসমিন বেগম, শাবানা পারভীন নিপাসহ আরো অনেক নারী জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করেছেন। শুটিংয়ে নারীরা পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে। বিশেষ করে নব্বই দশকে এই ইভেন্টে নারীদের উত্থান। গত ২৫ বছরে শত শত নারী শুটার সৃষ্টি করেছে শুটিং ফেডারেশন। এই শুটাররা জাতীয় প্রতিযোগিতায় নিয়মিতই প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৯৯১ সালে দক্ষিণ এশিয়া গেমসে (সাফ গেমস) শাহানা  পারভীন জয় করেন স্বর্ণপদক। পাকিস্তান আমল থেকে সাঁতার ছিলো এই অঞ্চলে অনেক জনপ্রিয় ইভেন্ট। ওই সময়ে মহিলা সাঁতার ছিল না। আশির দশক থেকে সাঁতার আঙ্গিনায় প্রবেশ করে নারী সাতারুরা। নব্বই দশকেই মূলত সাঁতাবে প্রভাব বিস্তার করে নারী সাতারুরা। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেলেও দেশের বাইরে আন্তর্জাতিক স্বর্ণ পদক অর্জিত হয়নি। অ্যাথলেটিক্সে নারী বিভাগে আবদুস সাত্তার মিমি আর ফিরোজা বেগম একচেটিয়া রাজত্ব করে গেছেন। জাতীয় প্রতিযোগিতায় বহুবার চ্যাম্পিয়ন হয়েছেন এই দুই অ্যাথলেট। নব্বই দশকে মাঠ কাঁপানো মিমি আর ফিরোজা অবসরে যাওয়ার পর চুমকিসহ আরো অনেক নারী অ্যাথলেট জাতীয় প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি পারফরম করে যাচ্ছেন। আন্তর্জাতিক ইভেন্টেও তারা অংশগ্রহণ করছেন।
ভারোত্তোলনে হঠাৎই নারী জাগরণ। জাতীয় পর্যায়ে নারীরা অংশ নিলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা রৌপ্য ও ব্রোঞ্জ পদকেই তাদের পারফরমেন্স সীমাবদ্ধ ছিল। সেখান থেকে মহিলাদের আরো উপরে তুললেন মাবিয়া আক্তার সিমান্ত। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে তিনি স্বর্ণ পদক জয় করেন। এছাড়া হ্যান্ডবল, ভলিবল ও কুস্তিসহ আরো ইভেন্টে বাংলাদেশের নারীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া