adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেবুখালী পায়রা নদীর সেতুর ক্রেন ছিঁড়ে শ্রমিক নিহত, আহত ১৪

patuakhali-mapডেস্ক রিপাের্ট : বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর পায়রা নদীর উপর নির্মাণাধীন ফোর লেন লেবুখালী সেতুর ক্রেন ছিঁড়ে সোহেল (২২) নামের এক শ্রমিক নিহত এবং কর্মরত আরও ১৪ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের সকলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

৬ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর চন্দ্র দাস।  

নিহত সোহেল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ তেওটা গ্রামের আইয়ুব আলী খানের পুত্র। আহতদের মধ্যে  রমজান (২৫) ও উজ্জ্বল (৩০) নামের দুই শ্রমিক আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থলে দায়িত্বরত দুমকি থানার এসআই দোলোয়ার হোসেনের জানান, শ্রমিকরা সেতুর পাইলের কাজ করছিল। হঠাৎ ক্রেন বিচ্ছিন্ন হয়ে শ্রমিকরা আহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লেবুখালী সেতুর প্রকল্প কর্মকর্তা আহম্মদ শরিফ সজিব বলেন, শ্রমিকরা কাজ করার সময় এ ঘটনা ঘটে। বৃষ্টির পানি এবং নদীর তীরবর্তী স্থানে ক্রেন স্থাপন করার কারণে হয়তো দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন। তবে তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে কেন দুর্ঘটনাটি ঘটেছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া