adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত বছর পর পাকিস্তানের মাঠে বিদেশিদের হাতে ক্রিকেট ব্যাট

BADAL-1ক্রীড়া প্রতিবেদক : সাত বছর পর পাকিস্তানের মাঠে বিদেশি ক্রিকেটারদের প্রবেশ। যার পরনাই খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড আর সে দেশের ক্রিকেট ভক্তরা।
পাকিস্তান সরকার আর বোর্ড চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই সুপার লিগের ফাইনাল ম্যাচটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেয়। ২০০৯ সালের পর পাকিস্তানে গিয়ে কোনো দেশ ক্রিকেট সিরিজ খেলেনি। ওই বছর পাকিস্তানে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রশী হামলা হলে পুলিশসহ বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হয়। এর পরই আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসি পাকিস্তানে সফরে নিষেধাজ্ঞা দেয়। তখন থেকেই কোনো দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজী হয়নি। তবে পাকিস্তান বরাবরই আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকুল বলে বিভিন্ন দেশকে তাদের দেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আসছে। কিন্তু কাউকেই ভেরাতে পারেনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তারা ভেন্যু হিসাবে বেছে নেয় আরব আমিরাতে দুবাই স্টেডিয়ামকে। সেখানেই তারা বিভিন দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে।   
পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএস এল এর দ্বিতীয় আসরও আয়োজন করে দুবাই স্টেডিয়ামে। কৌশল খাটিয়ে তারা ফাইনাল খেলা নিয়ে আসে লাহোরে। তাদের এই সিদ্ধান্তে বিভিন্ন দলের অনেক বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে যায়নি। বাংলাদেশের এনামুল হক বিজয়সহ বিভিন্ন দেশের যে সব ক্রিকেটার গেছেন, তাদের পারিশ্রমিকের বাইরে পিসিবি থেকে প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার দেয়ার ঘোষণা দেয়া হয়।  
নিরাপত্তার চাঁদরে ঢাকা গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল খেলতে মাঠে প্রবেশ করে বিদেশি ক্রিকেটাররা। টসে জিতে বিজয়ের কোয়েটা ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ারকে। তারা ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। কামরান আকমল সর্বোচ্চ ৪০ রান করেন। অধিনায়ক ড্যারেন স্যামি ২৮ রানে অপরাজিত থাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া