adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় দলের দূরাবস্থা – একজন ৯৪, বাকি ১০ জন মিলে ৮৩

BRISBANE, AUSTRALIA - JULY 09:  KL Rahul of India A looks dejected after being dismissed during the Quadrangular Series match between Australia A and India A at Allan Border Field on July 9, 2014 in Brisbane, Australia.  (Photo by Matt Roberts/Getty Images) স্পোর্টস ডেস্ক : পুনে টেস্টের পর বেঙ্গালুরুতেও ব্যাটিংয়ে করুণ চিত্র ভারতের। যদিও প্রথম টেস্টের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে ভারতের। পুনেতে ১০৫ ও ১০৭ রানে অলআউট হয়েছিল ভারত। সেবার ভারতীয় ব্যাটিং মাটিতে নামিয়ে এনেছিলেন স্পিনার ও’ফিক।
আর বেঙ্গারুরুতে কোহলিদের বারটা বাজিয়ে ছাড়লেন নাথান লায়ন। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। মাত্র ৫০ রান দিয়ে ৮ উইকেট নেন লায়ন। পুনে টেস্টের সঙ্গে বেঙ্গালুরু টেস্টের একটা মিল আছে। দুই টেস্টেই স্পিন বোলিংয়ে ঘায়েল ভারতীয় ব্যাটিং।
পুনে টেস্টের প্রথম ইনিংসে ৬৪ রান এসেছিল ওপেনার লোকেশ রুহুলের ব্যাট থেকে। বাকি ৪০ রান করেছিলেন দশ ব্যাটসম্যান মিলে। বেঙ্গালুরুতেও সেই একই চিত্র। ওপেন করতে নেমে একা ৯০ রান করলেন লোকেশ রাহুল। আর ৮৩ রান করলেন বাকি দশ ব্যাটসম্যান।
৬ জন ব্যাটসম্যান আউট হয়েছেন দুইয়ের অঙ্ক স্পর্শ করার আগেই। এরমধ্যে তিন ব্যাটসম্যান ফিরে গেছেন ০ রানে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন করুণ নায়ার। তিনি করেন ২৬। অধিনায়ক বিরাট কোহলি করেন ১২। ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া