adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন সহায়তা বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

NRBডেস্ক রিপাের্ট : উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন প্রচেষ্টায় সহযোগিতার ক্ষেত্রে জাতিসংঘের বিদ্যমান সহযোগিতামূলক কর্মকাণ্ড যথেষ্ট নয় এবং স্বল্পোন্নত দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) বাস্তবায়নের জন্য অবশ্যই অগ্রাধিকার ভিত্তিক বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে জাতিসংঘের এক বৈঠকে অভিমত পোষণ করেছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান এমপি। জাতিসংঘ সদর দপ্তরে ২ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত “এজেন্ডা ২০৩০ এর সমন্বিত বাস্তবায়ন : স্বল্পোন্নত ও স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং যুদ্ধাবস্থা থেকে উত্তরণশীল দেশসমূহে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার ভূমিকা” শীর্ষক আলোচনায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। 
 
চতুর্থবার্ষিক সামগ্রিক পলিসি রিভিউ (Quadrennial Comprehensive Policy Review) (QCPR)  এর উপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) এই আলোচনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জাতিসংঘের উন্নয়ন সহায়তা ২০১৪ সালের ৫৩ শতাংশ থেকে ২০১৫ সালে ৪৭ শতাংশে নেমে এসেছে। ’
 
স্বল্পোন্নত দেশসমূহের ক্ষুধা ও দারিদ্র নির্মূল, জনস্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সামাজিক সেবার উন্নয়ন, জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং নিজস্ব সামর্থ্য সৃষ্টিতে অবদান রাখতে প্রতিমন্ত্রী জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থায় আরও অর্থের যোগানের প্রতি জোর দেন। 
 
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশসমূহের তথ্য, পরিসংখ্যান, নলেজ প্লাটফর্ম – এ সকল ক্ষেত্রের পাশাপাশি জাতীয় লক্ষ্য বাস্তবায়নেও জাতিসংঘের সহায়তা প্রয়োজন। ’

প্রতিমন্ত্রী এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের জাতীয় উন্নয়ন এজেন্ডা ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও এমডিজি বাস্তবায়নে সরকারের সফলতার কথা তুলে ধরার পাশাপাশি  এসডিজিকে বাংলাদেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়েছে এবং এর বাস্তবায়ন কাজ সফলতার সাথে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন।

এ সভায় বাংলাদেশের পাশাপাশি প্যানেলিস্ট হিসেবে আরও অংশগ্রহণ করে তানজানিয়া, মালদ্বীপ ও প্যারাগুয়ে। মতবিনিময়মূলক এ সভায় বিভিন্ন সদস্য দেশ ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ প্যানেলিস্টদের প্রতি প্রশ্ন রাখেন যা আলোচনাকে আরও অর্থবহ করে তোলে।এনআরবি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া