adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় পেলেই সিরিজ দক্ষিণ আফ্রিকার-লড়াই বুধবার

WELLINGTON, NEW ZEALAND - FEBRUARY 25:  Tom Latham of New Zealand leaves the field after being dismissed during game three of the One Day International series between New Zealand and South Africa at Westpac Stadium on February 25, 2017 in Wellington, New Zealand.  (Photo by Hagen Hopkins/Getty Images)স্পাের্টস ডেস্ক : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। বুধবার হ্যামিলটনের সিডন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

তাই প্রোটিয়াদের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার সুযোগ রয়েছে। আগামীকাল যদি দক্ষিণ আফ্রিকা জয় পায় তাহলে তারা সিরিজ জিতে নিবে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে স্বাগতিক নিউজিল্যান্ডের জয়ের কোনও বিকল্প নেই।

সিরিজের প্রথম ম্যাচটিতে চার উইকেটের জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জয় পায় ছয় রানে। তৃতীয় ম্যাচটি ১৫৯ রানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ মার্চ শেষ হবে ওয়ানডে সিরিজ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।   

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, ডিন ব্রাউনলাই, কেন উইলিয়ামসন, রস টেইলর, জিমি নিশাম, লুকে রঞ্চি (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি/জিতান প্যাটেল, ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েনি পারনেল/তাবরাইজ শামসি, আন্দিল ফেহলাকওয়াইও, কাগিসো রাবাদা, ইমরান তাহির।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া