adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইজিপি বললেন – অভিজিৎ হত্যার তদন্ত শেষ, শিগগিরই অভিযোগপত্র

image-22119নিজস্ব প্রতিবেদক : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায় হত্যার তদন্ত কাজ শেষ, শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।

২৬ ফেব্রুয়ারি রবিবার বিকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন।

এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় রবিবার রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন দেলওয়ার হোসেন  ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার বিষয়ে আইজিপি বলেন, ‘এ বিষয়ে আমি এখনো অবগত নই। যদি কোনো পুলিশ অফিসার এমন কিছু করে থাকে তবে আমাদের কাছে অভিযোগ দেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সভাপতি শামসুন্নাহার রহমান, এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ডিআইজি আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান খান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া