adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় ছয় টাইগার

CRICINFOস্পোর্টস ডেস্ক : বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের ক্রিকেটীয় উত্থানের ব্যাপারটি নজর কেড়েছে সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের। একের পর এক সুসংবাদই আসছে ক্রিকেটের মাঠ থেকে। 

এবারের সুখবর দেয়ার আগে বার্তা নিয়ে এলো ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ‍কাছ থেকে। আজ রাতেই বর্ষসেরা ক্রিকেটারের নাম জানা যাবে।

২০১৬ সালের বর্ষসেরা পুরস্কারের দৌঁড়ে আছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন মাশরাফি মর্তুজা, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। আজ রাতে জানা যাবে চূড়ান্ত ফলাফল। ১২ বিভাগে ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করবে ওয়েবসাইটটি।

গতবার এই পুরস্কারের বর্ষসেরা উদীয়মান বিভাগে জিতে​ছিলেন মোস্তাফিজুর রহমান। এবারও এই বিভাগে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী মিরাজ। মিরাজ মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্সেও।


টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং পারফরম্যান্সেও বাংলাদেশের দুইজন মনোনয়ন পেয়েছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ২২ রানের ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটি রয়েছে।

টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ে মনোনয়ন পেয়েছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে  নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেটের শিকারটি মনোনয়ন পেয়েছেন।

টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে আছেন তামিম ইকবাল। ঢাকা টেস্টেই অনবদ্য ১০৪ রানের ইনিংসটা তামিম ইকবালকে সুযোগ করে দিয়েছে এ তালিকায় আসার।

তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজাও।  নিজের আসল কাজে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২৩৮ রানের লক্ষ্যটাকেই কঠিন বানিয়ে দিয়েছেন ২৯ রানে ৪ উইকেট নিয়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া