adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ক্রিকেটে রুবাইয়াত রেদওয়ানের ১৮৮ রানের ইনিংস

Rubaiyatক্রীড়া প্রতিবেদক : বড় দৈর্ঘ্যের ক্রিকেটের আক্ষেপ ঘোচাতে প্রস্তুত হচ্ছে নতুন প্রজন্ম। ভাবতে ভালোই লাগছে। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের চলতি আসরে ঢাকা মেট্রো পর্বের ম্যাচে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্ষুদে ক্রিকেটার রুবাইয়াত রিদওয়ান ১৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছে।

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে এই ম্যাচে দীর্ঘ ১৭৪ মিনিট ক্রিজে টিকে ছিল রুবাইয়াত। ১১০ বলে ১৮ বাউন্ডারি আর ১৩ ছক্কায় সাজানো ছিল এই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনিংস।

১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ছিলেন মেহরাব হোসেন অপি। নির্মান স্কুলের এক ম্যাচে ৮৮ বলে ১৭৯ রানের ইনিংস ছিল অপির। পরবর্তীতে জাতীয় দল মাতিয়েছেন মেহরাব হোসেন অপি। একই স্কুলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বজায় থাকুক উইলসের ক্রিকেট ঐতিহ্য।

সংক্ষিপ্ত স্কোর:
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল-৩৪৮/১০ (৪৪.৩ ওভার)
রুবাইয়াত রেদওয়ান ১৮৮ (১১০)
কাওসার হোসেন ৫৭ (৩৫)
মেহেদি হাসান ৩৬ (৮১)
সাজ্জাদ হোসেন- ৩/৪৮, ফারহান ফিদা-২/৩০

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়-৮৫/১০ (২৭.১ ওভার)
মো: মোকাদ্দম – ১৬ (২৮)
রমা দাস ১৪(১৬)

ফল: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ২৬৩ রানে জয়ী

ম্যাচ সেরা: রুবাইয়াত রেদওয়ান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া