adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ষাঁড়ের উৎপাদন বাড়াতে ব্রাজিল থেকে প্রযুক্তি আসছে’

meetডেস্ক রিপাের্ট : দেশে ষাঁড়ের উৎপাদন বাড়াতে ব্রাজিল থেকে আধুনিক প্রযুক্তি আনা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। তিনি জানান, ‘আমাদের দেশের ষাঁড়ের প্রজনন ক্ষমতা খুবই কম। ষাঁড়ের প্রজনন বৃদ্ধিতে মার্চেই উদ্যোগ নেয়া হবে।’

২২ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সায়েদুল হক বলেন, ‘আমাদের এখানে ষাঁড়ের উৎপাদন কেন কম তা দেখতে মার্চেই ব্রাজিল থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। তারা ব্রাজিল থেকে আধুনিক প্রযুক্তি আমাদের দেবে। এর ফলে আমাদের ষাঁড়ের প্রজনন ক্ষমতা ও উৎপাদন বাড়বে। আগামী দুই থেকে আড়াই বছর পর আর ষাঁড়ের প্রজনন সমস্যা থাকবে না।’

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমি ব্রাজিল গিয়ে দেখেছি তারা কীভাবে ষাঁড় উৎপাদন করে। ব্রাজিলের মন্ত্রীকে বাংলাদেশে আসতে বলেছি। তিনি আসবেন বলে জানিয়েছেন। তাদের মডার্ন টেকনোলজি আমাদের এখানে ব্যবহার করার বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন।’

মন্ত্রী জানান, ‘আমাদের দেশে ষাঁড় প্রজননে ছয় থেকে সাত বছর সময় লাগে। আর ব্রাজিলের মডার্ন টেকনোলজি ব্যবহার দেড় থেকে দুইবছরে ষাঁড় উৎপাদন সম্ভব। পরিকল্পনা অনুযায়ী আমরা গ্রামে এই কাজ শুরু করবো। এর ফলে আর ষাঁড়ের সমস্যা থাকবে না। থাকবে না গবাদি পশুর ঘাটতি। মাংসের দাম কমে যাবে।

তিনি বলেন, ব্রাজিলের এই প্রযুক্তি জার্মানি ও রাশিয়াও ব্যবহার করছে। আমরা এতোদিন জানতাম না তাই ব্যবহার করতে পারিনি। আশা করছি মার্চ থেকে এটা শুরু হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মন্ত্রী ছায়েদুল হক। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যসচিব মাকসুদুল হক খানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া