adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহদাতের পায়ুপথ থেকে ১৫ টি স্বর্ণবার উদ্ধার

customs-picডেস্ক রিপাের্ট : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় আনা ১৫ টি ২১ ফেব্রুয়ারি স্বর্ণ বার উদ্ধার করেছে আজ শুল্ক গোয়েন্দা। এটি সমসাময়িককালে শরীরের ভেতর পায়ুপথে আনা সর্ববৃহৎ স্বর্ণের চোরাচালান। চোরাচালানকারীর নাম শাহাদাত হোসেন। সে চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় ফ্লাই দুবাই ৫৮৯ ফ্লাইটযোগে শাহ আমানতে অবতরণ করেন শাহাদাত হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে তার পায়ুপথে ১৫ টি স্বর্ণের বার রয়েছে।

পরবর্তীতে সে নিজস্ব কায়দায় ঝুড়ির ভেতর একে একে ১৫ টি স্বর্ণবার প্রসব করেন! বারগুলোর ওজন প্রতিটি বারে ১০০ গ্রাম করে করে মোট ১.৫ কেজি। আটক স্বর্ণের মূল্য প্রায় ৮৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার দেওয়া তথ্যাযায়ী, প্রথমে মেটাল ডিটেক্টরেও শাহাদাতের পেটে স্বর্ণ থাকার সিগনাল পাওয়া যায়। পরে শাহাদাতকে শনাক্ত করে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসার পরও স্বীকার না করার এক পর্যায়ে বন্দর হাসপাতালে রওয়ানা দিয়ে তলপেট কেটে স্বর্ণ বের করার কথা বললে তিনি স্বর্ণের কথা স্বীকার করেন।

পরে তাকে লুঙ্গি ও ঝুঁড়ি দেয়া হয়। এরপর শাহাদাত টয়লেটে গিয়ে একের করে ১৫টি স্বর্ণের বার প্রসব করেন। স্বর্ণগুলো দুটো করে ৭টা পোটলায় ও একটি আলাদা রেক্টামে লুকানো ছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া