adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন-ওনারা এ দেশে জন্মগ্রহণ করেননি

image-21468-1487685439নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তিনি নিজে ছাড়া অন্য সব শাসক এ দেশে জন্মগ্রহণ করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ জন্য এ দেশের মাটির প্রতি তাদের টান বেশি। দায়িত্ব বেশি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন শাসক আমাদের মাঝে এসেছে। কিন্তু এ দেশের মানুষ তাদের মেনে নেয়নি। তবে এ মাটির সন্তান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এ দেশকে শুধু স্বাধীন করেননি, এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারপর আমিই একজন আছি।’

এর বাইরে আর যারা যখন শাসনক্ষমতায় তাদের জন্ম এ দেশে নয় বলে জানান বঙ্গবন্ধু-তনয়া শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাদের বিষয়ে যদি খোঁজ নিয়ে দেখেন, তাহলে জানতে পারবেন ওনারা এ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেননি। আশপাশের দেশে জন্মগ্রহণ করে আমাদের দেশে এসেছেন। তাই আমাদের (বঙ্গবন্ধু ও শেখ হাসিনা) একটা মাটির টান আছে।’

প্রধানমন্ত্রী অবশ্য তার বক্তব্যে সেসব শাসকের নাম উল্লেখ করেননি। তবে বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘমেয়াদে যে কজন দেশ শাসন করেছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে এরশাদের জন্ম  ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি পশ্চিবঙ্গের কুচবিহার জেলায়। আর খালেদা জিয়া জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে, ১৯৪৬ সালে।  জিয়াউর রহমানের জন্ম বগুড়াতে, তবে বাবার চাকরির সূত্রে তার শৈশব কেটেছে ভারতে।

জাতিসংঘের অধিবেশনে প্রথম বাংলা ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ১৯৯৬ সালে সরকার গঠন করে ক্ষমতায় আসার পর থেকে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছর বাংলায় ভাষণ দিয়ে থাকি। কারণ আমি মনে করি এতে আমার ভাষার মাধুর্য অন্যরা জানতে পারে।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভারতের শিক্ষাবিদ নমিতা সেন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া