adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার আইপিএলের শেষ নিলাম

IPLস্পাের্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ক্রিকেটারদের নিলাম শুরু হবে সোমবার (২০ ফেব্রুয়ারি)। ৩৫১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে ৭৫ জন ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাবেন। এই ৭৫ জনের মধ্যে ২৮ জন আবার বিদেশি ক্রিকেটার।

টানা দশ বছরের আইপিএলে এবারেই শেষ নিলাম। এরপর আর নিলাম নয়। পরের সংস্করণের মেগা ইভেন্টের আগে পুরো নতুন স্কোয়াড গড়ার সুযোগ পাবে আইপিএল দলগুলি। তাই ভবিষ্যতের কথা ভাবনাচিন্তা করে বুঝে শুনে খরচ করার দিকেই ঝোঁক থাকবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। এবারের আইপিএলে অলরাউন্ডারদের কেনার দিকেই নজর দিচ্ছে দলগুলো। বেন স্টোকস, কোরি অ্যান্ডারসনের মতো অলরাউন্ডার কিংবা অ্যালেক্স হেলস, জেসন রয়-দের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানদের চাহিদা আকাশছোঁয়া। অন্যান্যবারের মতো এবারেও আইপিএলের নিলাম পরিচালনা করবেন ব্রিটিশ অকশনিয়ার রিচার্ড ম্যাডলি।
এদিকে অনলাইট পোর্টাল ‘ঢাকাটাইমস’ জানিয়েছে  আইপিএলের নিলাম কীভাবে পরিচালিত হয়Ñ
*৩৫১ জন ক্রিকেটারদের বিভিন্ন গ্রুপে তাঁদের ভূমিকা অনুযায়ী, যেমন-ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার হিসেবে ভাগ করা হবে।

*রিচার্ড ম্যাডলি একে একে ক্রিকেটারদের নাম ধরে ডাকবেন বেস প্রাইস উল্লেখ করে।

*এর পর উল্লিখিত ক্রিকেটার কোনও ফ্র্যাঞ্চাইজি পছন্দ হলে টিম প্যাডেল নির্দেশ করে সেই ক্রিকেটারকে কেনার জন্য ঝাঁপাতে পারে।

*এর পর সর্বোচ্চ প্রাইস হাঁকা দলই সংশ্লিষ্ট ক্রিকেটারকে কিনতে পারে। কোনও ক্রিকেটারের জন্য কোনও দলই বিড না করলে সেই ক্রিকেটার অবিক্রীত থেকে যাবেন।

* প্রথমবার নিলাম পর্ব মেটার পরে অবিক্রীত ক্রিকেটারদের ফের একবার হাতুড়ির তলায় ফেলা হবে। সেক্ষেত্রে সেই ক্রিকেটারকে বেস প্রাইসের অর্ধেক দামে কেনার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া