adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরেজমিনে এসে কথা বলুন, বিদেশিদের বিজিএমইএ

image-21173নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোশাকশিল্প সরেজমিনে পরিদর্শন করে এরপর বিদেশিদের এ ব্যাপারে মতামত দেয়ার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। দূরে বসে বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কে কোনো মূল্যায়ন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

১৯ ফেব্রুয়ারি রবিবার বিজিএমইএ ভবনে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

‘সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ে বিদেশিরা নানা প্রশ্ন তুলছেন ’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি বিদেশিদের বলবো- আপনারা সরাসরি আসুন। যাচাই-বাছাই করুন। তারপরে যদি মনে হয়, শ্রমিকদের বিরুদ্ধে অন্যায় কিছু হচ্ছে তাহলে আমাদেরকে বলুন। নিরীহ শ্রমিক ভাই-বোনদের কোনো রকম ক্ষতি হোক, এটা আমরা চাই না।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কোনো কাজ কাউকে করতে দেব না। শ্রমিক ভাই-বোনেরা আমরাদের অংশীদার। তাদের নিরাপত্তার দায়-দায়িত্ব আমাদের এবং সরকারের।’

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আবেদন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকার পোশাক শিল্পের জন্য অনেক কিছু করেছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। তবে পোশাক শিল্পের জন্য ঢাকা এবং চট্টগ্রামে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেয়া হোক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি এস.এম. মান্নান কচি, মাহমুদ হাসান খান, মোহাম্মাদ নাসিরসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া