adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় ফারহান ইশরাকের ‘জবাইয়ের দৃশ্যাবলি’

BOIডেস্ক রিপাের্ট : : অমর একুশে গ্রন্থমেলায় ফারহান ইশরাকের নতুন কবিতাগ্রন্থ ‘জবাইয়ের দৃশ্যাবলি’ প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। সেলিনা হোসেন সম্পাদিত ‘পরিবার’ সাহিত্য কাগজের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত পরিবার পাবলিকেশন্স প্রথমবারের মতো প্রকাশনা উদ্যোগে যে পঞ্চাশটি বই প্রকাশ করেছে ‘জবাইয়ের দৃশ্যাবলি’ তার অন্তর্ভুক্ত।

বইটির শিরোনাম দেখে পাঠক পুরো বইটিইকে খুনখারাপি, রক্তারক্তি ও জঙ্গমতার আশ্রয় ভেবে বিভ্রান্ত বোধ করতে পারেন। সোজাসাপ্টা শিরোনোম দেখে বইটির শ্রেয়মূল্য বিষয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করতে পারেন। কেউবা ভাবতে পারেন বইয়ের নাম এমন জবাই-জবাই হলে পড়তে গিয়ে মানসিক বিপত্তি ঘটবে।

কিন্তু সম্ভাব্য প্রাথমিক অনুমানের প্রতি শ্রদ্ধা রেখেও বলা যায়, নামকবিতায় জোছনা রাতে হরিণ জবাইয়ের পূর্বদৃশ্য বয়ানের অজুহাতে নারী ও নিরীহ মানবতার নিগ্রহ-অবক্ষেপের একটা করুণাচিত্র তুলে ধরার চেষ্টা আছে বইটিতে। তবে তা কালের রক্তিমতা, বিক্ষোভ ও প্রদাহ-পঙ্কিলতার চেয়ে চিরকালের বাস্তবকেই মোটা দাগে হাজির করবে।

সমসাময়িক জঙ্গি ঘটনার একটা ছাপ এতে অব্যর্থভাবে ধরা পড়েছে। কিন্তু পুরো বইয়ে পরোক্ষতা ও প্রতীয়কায়নে সমকালের আবরণে চিরকালের সারসত্য প্রকাশের একটি প্রচেষ্টা এতে পূর্বাপর  লক্ষ্য করা যাবে।

‘জবাইয়ের দৃশ্যাবলি’ সম্পর্কে লেখকের মন্তব্য: ‘একটা জিনিস ছালচামড়াহীনভাবেই বলে দেওয়া সম্ভব, মসজিদে মানুষ কাটার একটা ঘটনা আমাকে রক্তের খোড়লে একদম ডুবিয়ে দিয়েছিলো, সে কথাটা না বলে পলায়নে মুক্তি খোঁজা যেত, কিন্তু কাল-সংবেদের অমোঘ অভিঘাতের নিচে দাঁড়িয়ে এই প্রবঞ্চনা আমার সাধ্যায়ত ছিলো না।” এই আত্মপ্রচারবিমুখ, নির্জনতাকামী কবির কবিতালেখায় হাতেখড়ি বর্তমান শতাব্দীর শুরুতে, শূন্যদশকে।

২০০১ অমর একুশে গ্রন্থমেলায় তাঁর প্রথম বই ‘হ্যাঙারে ঝোলে চাঁদ’ প্রকাশের পরে তাঁর কবিতা পড়ে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান তাঁকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন।

প্রতি পৃষ্ঠায় একটি কবিতা সন্নিবেশের প্রচল ঐতিহ্য ভেঙে ছয় ফর্মার বইটিতে টানা একশো পঞ্চাশটিরও বেশি কবিতা ঠাঁই পেয়েছে। শিল্পী রাজিব দত্তের প্রচ্ছদ পরিকল্পনায় রয়াল সাইজে সামান্য ব্যতিক্রম ঘটিয়ে চমৎকার আঙ্গিক সৌকর্যে প্রকাশিত বইটির মূল্য ২৫ শতাংশ কমিশনে ১৬৫ টাকা।

বইটি পরিবার পাবলিকেশন্স, স্টল নম্বর ৩৪৭; চত্বর ৬; সোহরাওয়ার্দী উদ্যান, অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গনে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ফারহান ইশরাক মানসুর আলী মোল্লা ও জামিলা বেগম দম্পতির তৃতীয় সন্তান। জন্ম ১৯৭৭ সালের ৩০ জুন, মানিকগঞ্জ জেলার গোপিনাথপুর নামক এক নদীমুখর অঞ্চলে। পুরো কৈশোর আর যৌবনের প্রথম অংশ কেটেছে নিজ জন্মগ্রামে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলা একাডেমিতে কর্মরত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া