adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ডুব’ মুক্তিতে আপত্তি নেই শাওনের

shovoবিনোদন ডেস্ক : ‘ডুব’ বিতর্ক নিয়ে রোববার হুমায়ূন আহমেদের বাসা ‘দক্ষিণা হওয়া’য় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পতœী মেহের আফরোজ শাওন। তিনি জানালেন ছবিটি মুক্তিতে তার আপত্তি নেই তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। ছবি মুক্তির পরে যদি প্রয়োজন হয় তাহলে আইনানুগ ব্যবস্থা অর্থাৎ মামলা করবেন। এ কথাও বলেন তিনি।

দুপুর বারোটায় শুরু হওয়া সম্মেলনে প্রথমে শাওন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্য তিনি বলেন, ‘চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। চলচ্চিত্রের দর্শকদের মধ্যে অনেকেই আছেন হুমায়ূন ভক্ত। নতুন প্রজন্মের অনেক দর্শক আছেন যারা হুমায়ূন আহমেদ পড়া শুরু করেছেন মাত্র। আমার আশঙ্কা হয়েছে তারা ছবিটি দেখে ভুল তথ্য পাবেন হুমায়ূন আহমেদকে নিয়ে ও বিভ্রান্তিকর তথ্যে ভরা কাহিনিচিত্রটি পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে হুমায়ূন আহমেদের জীবনী হিসেবে।’

তিনি আশংকা প্রকাশ করে বলেন, ‘হুমায়ূন এবং আমার দুটি সন্তান আছে। তাদেরও ভবিষ্যৎ আছে। বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে তারা কোন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে।’

শাওন সেন্সর বোর্ডের চিঠি দেখিয়ে বলেন, ‘আমি ছবিটি বন্ধের জন্য কোন আবেদন করি নাই। শুধু বলেছি ছবিটিতে যদি হুমায়ূন জীবনী নিয়ে আপত্তিকর কিছু থাকে তাহলে তা যেন পরিবর্তন করে মুক্তি দেয়।’

আপনি কীভাবে নিশ্চিত হলেন এটি হুমায়ূনের গল্প? তখন বেশ কিছু পত্র-পত্রিকার কাটিং দেখিয়ে বলেন, ‘এ খবর গুলোতেই ছবি সংশ্লিষ্টরাই স্বীকার করেছেন এটি হুমায়ূন আহমেদের জীবনের গল্প।’

ছবিতে যদি কোন আপত্তিক ও বিভ্রান্তিকর  কিছু না থাকে তাহলে তার মুক্তির আপত্তি নেই।  কিন্তু ফারুকী তো বলেছেন, দেশে না হলে আন্তর্জাতিকভাবে মুক্তি দিবেন যেহেতু যৌথ প্রযোজনার ছবি। উত্তরে শাওন বলেন, ‘যে দেশের প্রেক্ষাপটে নির্মিত সে দেশের সেন্সর বোর্ডের অনুমতির ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম বা আইন কী আমার জানা নেই। তবে প্রয়োজন হলে আইনের আশ্রয় নিব।’

তিনি জানালেন ফারুকী এখন পর্যন্ত তার সাথে আলোচনা করেননি। আলোচনা করলে অনুমতি দিতেন।

মহরতের সময় ইরফান খানের মত আন্তর্জাতিক তারকা দেখে খুশি হয়েছিলেন শাওন। তিনি বলেন, ‘শুটিং চলাকালীন সময়েও দেশীয় কোন সাংবাদিক স্পটে ঢুকতে পারেননি। কিন্তু এধরনের লুকোচুরিতে আমার সন্দেহ হয়নি। কারণ একজন পরিচালক এটা করতেই পারেন। কিন্তু তিনি কেন আগে ভারতীয় মিডিয়ায় এটা প্রকাশ করলেন?’

শাওন নির্মাতা ফারুকীর সাথে তার কোন বিরোধ নাই জানিয়ে বলেন,‘একজন পরিচালককে সবচাইতে সত্যবাদী হতে হবে। কোন কাজ করলে সৎ সাহস থাকতে হবে।’

হুমায়ূন পরিবারের সদস্যদের মধ্যে ছোট ভাই সাহিত্যিক আহসান হাবীব তার সাথে আছেন বলে জানালেন শাওন।

সূত্র: পরিবর্তন ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া