সিরিজ বাঁচাতে রােববার অস্ট্রেলিয়ার লড়াই
স্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। রবিবার ভিক্টোরিয়ার সাইমন্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা ২০ মিনিটে। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। এই ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। পরে ইসিংসের শেষ বল পর্যন্ত খেলে জয় পায় শ্রীলঙ্কা। ম্যাচসেরা হন শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে।
আগামীকাল যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে তারা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে। অন্যদিকে, সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), মাইকেল কলিঙ্গার, বেন ডাঙ্ক, ট্রাভিস হেড, ময়জেস হেনরিকস, অ্যাশটন টার্নার, টিম পাইন (উইকেটরক্ষ), জেমস ফকনার, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্দনে, চামারা কাপুগেদারা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, ভিকুম সঞ্জয়া।