adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয় জীবনে প্রথমবার মিউজিক ভিডিওতে আবুল হায়াত

1487236001বিনােদন ডেস্ক : ‘মিউজিক ভিডিও, এটা সম্পর্কে আমার খুব বেশি বিস্তৃত ধারণ ছিল না। এতে কোন আমি অংশগ্রহণ করিনি। এই প্রথম আমি মিউজিক ভিডিওতে কাজ করলাম।’ কথাগুলো দেশের প্রখ্যাত অভিনেতা আবুল হায়াতের।
 
অভিনেতা আবুল হায়াত, একজন পুরাদস্তুর অভিনেতা। সবশেষ পাঁচ দশকে মঞ্চ, টিভি নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, নির্মাণ এবং সাহিত্যে তিনি নিজেকে ছড়িয়েছেন নিজের মতো করে।
 
এবার তিনি প্রথমবারের মতো আসছেন মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জ্যেষ্ঠ এ অভিনেতা। বাঙালি ভাষা শহীদদের উৎসর্গ করে নির্মিত একটি কাজে। যারা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে রাঙিয়েছেন বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে।
 
বুধবার নতুন এ গানটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে আবুল হায়াত তার বক্তব্যে বলেন, ‘প্রথমে যখন ওরা কাজটির বিষয়ে অ্যাপ্রোচ করেছিল, তখন মন থেকে সাড়া দিতে পারছিলাম না। পরে ওদের সাথে কথা বলে এমন একটি বিষয়ে জানার পরে মনে হয়েছে এখানে কাজ করা যায়।’ মিউজিক ভিডিওটি অনেক ভাল হয়েছে বলেও জানান এ প্রবীণ অভিনেতা।
বাংলা ভাষা এবং ভাষা শহীদদের নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত ভিডিওটিতে আবুল হায়াতের নাতনীর চরিত্রে আছেন রিফা।
 
লালন লোহানির গীত রচনায় ‘বায়ান্ন’ শিরোনামের গানটির কথা এমন- ওরা ইংরেজিতে বললে কথা নিজেকে ভাবে ধন্য, আমি হাসবো না কাঁদবো… ওরে ও বায়ান্ন…।
 
গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর গানটির আবেগী সুরের সঙ্গে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গানটি চলতি সপ্তাহে ইউটিউব, জিপি মিউজিক অ্যাপসহ দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে একযোগে মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া