adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪-০ গােলে বার্সেলােনাকে থামিয়ে কোয়ার্টারের পথে পিএসজি

PSGস্পাের্টস ডেস্ক : পার্ক ডে প্রিন্সেসে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শেষ ষোলোর প্রথম লেগে কাতালানদের বিপক্ষে অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলের দিনে একটি করে গোল করেছেন এডিনসন কাভানি এবং জুলিয়ান ড্রাক্সলার।

বার্সা জুজু তো ছিলোই; সেইসঙ্গে ২০১৩ এবং ২০১৫’র কোয়ার্টার ফাইনালে এ বার্সেলোনার কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ক্ষত, অনেক হিসেব নিকেশ মিটিয়ে নেওয়ার ব্যাপার ছিলো পিএসজির জন্য। কাজটাও শেষ পর্যন্ত ভালো ভাবেই করেছেন ডি মারিয়া-কাভানিরা। মেসি-সুয়ারেজ বলতে গেলে এক কথায় বোতল বন্দীই করে রেখেছিল লরা ব্লাঁ’র শিষ্যরা। যা একটু ঝলক দেখিয়েছেন নেইমার। তাও বার্সাকে উদ্ধারের জন্য যথেষ্ট ছিল না।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলা পিএসজি ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যেতে পারতো। ডি মারিয়ার ক্রস থেকে ডি বক্সের সামনে বল পেয়ে যান পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। কিন্তু কাভানির ডান পায়ের শট জাল খুঁজে পেতে ব্যর্থ। ফিরতি বলে ড্রাক্সলারের জোরালো শটও বার পোস্টে অনেক উপর দিয়ে চলে যায়। গোল বঞ্চিত হয় পিএসজি।

ম্যাচের ১১তম মিনিটে ডি মারিয়া এবং এড্রিয়েনের দুইটি প্রচেষ্টা ব্যর্থ হলেও, গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ১৮ মিনিটে পিএসজিকে লিড এনে দেন ডি মারিয়াই।  টের স্টেগেনকে দর্শক বানিয়ে ডান ক্রাসবার দিয়ে বল জালে পাঠান এ আর্জেন্টাইন উইঙ্গার। ১-০ গোলের লিড পায় পিএসজি।

গোলে শোধে মরিয়ার বার্সেলোনা উল্টো ৪০ মিনিটে আবারও গোল হজম করে বসে। কোনাকুনি শটে বার্সার জালে বল জড়ান পিএসজির জার্মান স্ট্রাইকার জুলিয়ান ড্রাক্সলার। বিরতির আগে আর কোনো দল গোল না পেলে; ২-০ গোলে পিছিয়ে থেকে বিশ্রামে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসার পরিবর্তে ১০ মিনিটের মাথায় আবারও গোল খেয়ে বসে লুইস এনরিকের শিষ্যরা। এবারও ডি মারিয়া। বাঁ পায়ের বাকানো শটে স্কোর লাইন ৩-০ নিয়ে যান এ উইঙ্গার। ৭১ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কাভানি। থমাসের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়ান এ উরুগুইয়ান। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলে ৪-০ গোলের জয় পায় পিএসজি।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে থাকলো পিএজির জন্য। এ পরিস্থিতিতে কাভানি-ডি মারিয়াদের টপকে কোয়ার্টারের টিকেট কাটতে হলে ন্যু ক্যাম্পে ‘মিরাকল’ কিছু করে দেখাতে হয়ে ‘এমএসএন’ ত্রিমূর্তির।

দিনের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বেনফিকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া