adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাইবার ট্রাইব্যুনালে সানীকে দেখে কাঁদলেন নাসরিন

SUNYস্পোর্টস ডেস্ক : সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানীকে দেখে অঝরে কাঁদলেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। তিনি বলেছেন, তাকে স্ত্রী হিসেবে স্বীকার করলে সানীর বিরুদ্ধে মামলা তুলে নেবেন তিনি।

এদিকে এই আদালতে করা সানীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক। ১৫ ফব্রেুয়ারি বুধবার দুপুরের পর জাতীয় দলের এই ক্রিকেটারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন আবেদনের শুনানির জন্য সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ওই সময় সানীকে দেখে নাসরিন অঝোরে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘সানীর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আমি চাই এ কষ্ট থেকে সানী মুক্তি পাক।’
নাসরিন বলেন, ‘সে (সানী) আমাকে বলেছে তাকে কারাগার থেকে বের করলে স্ত্রী হিসেবে স্বীকার করে নেবে। ’ তবে সানী তাকে স্ত্রী হিসেবে আগে মেনে নিলে তারপর মামলা তুলে নেয়া হবে বলে জানান নাসরিন।
পরে সানীর জামিনের আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু এবং এম জুয়েল আহমেদ। তারা আদালতকে বলেন, ‘আরাফাত সানীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়ে তা সঠিক নয়। তিনি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। আমাদের জাতীয় সম্পদ। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমরা তার জামিনের প্রার্থনা করছি।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এবং বাদিনী নাসরিনের আইনজীবী নাসিম জাহান রুবি জামিনের বিরোধিতা করে বলেন, আরাফাত সানী ভিকটিম নাসরিন সুলতানাকে বিয়ে করে বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু পরে বিয়ের কথা অস্বীকার করেন এবং নাসরিন সুলতানার কিছু অশ্লীল ছবি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।’ তারা সেই অশ্লীল ছবিগুলো আদালতে উপস্থাপন করেন।

বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম সাইফুল আলম শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে সানী ও নাসরিনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও নাসরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি সানী। এরপর গত বছরের ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে নাসরিন সুলতানা (ঘধংৎরহ ঝঁষঃধহধ) নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে নাসরিন সুলতানার আসল ফেসবুক মেসেঞ্জারে সানী-নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়। এরপর নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। ঢাকাটাইমস

 

 

 

 


 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া