adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

`আ.লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে, দলের জন্য লক্ষণ ভালো নয়’

image-20249ডেস্ক রিপাের্ট : সরকারি দল আওয়ামী লীগে নেতার সংখ্যা হু হু করে বাড়ছে-এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। কর্মীরা নেতা হয়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই আমরা কিন্তু নেতা নয়, কর্মী চাই। কারণ বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্মীবান্ধব রাজনীতি করেন।’

১১ ফেব্রুয়ারি শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। স্থানীয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।

ক্ষমতার স্বাদ পেয়ে দলে রাতারাতি নেতার সংখ্যা বেড়ে যাওয়ার সমালোচনা করেন সাধারণ সম্পাদক। বলেন, ‘নেতাতে ভরে যাচ্ছে আওয়ামী লীগ। সিকি নেতা, পাতি নেতা, পয়সা নেতাসহ নানা নেতায় দল এখন ভরে উঠছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেতার কোনো দাম নেই। তার কাছে জনগণই দামি। কেননা আওয়ামী লীগে ক্ষমতার উৎস জনগণ। জনগণই আমাদের ক্ষমতায় এনেছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতা হচ্ছে বসন্তকালের মতো। ক্ষমতা চিরদিন থাকে না। তাই ক্ষমতায় থাকলে বসন্তের কোকিলের মতো নেতাকর্মী এলে আবার ক্ষমতা চলে গেছে কোকিলের মতো তারা চলেও যাবে। এরকম নেতাকর্মীর প্রয়োজন নেই। প্রয়োজন সঠিক নেতাকর্মীর। যারা ক্ষমতায়ও থাকবে আবার বিরোধী দলেও থাকবে।’

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দক্ষ, মেধাবী ও সৎ নেতা দীর্ঘ ৪১ বছরে একজনও সৃষ্টি হয়নি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ এমপি। প্রধান বক্তা ছিলেন-আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বিশেষ বক্তা ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়াও বক্তব্যে দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায় থেকে আসা বিভিন্ন স্তরের নেতারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া