adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

iranআন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা মনে করেন, ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ইন্ধনেই চলছে মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ। তাই মধ্যপ্রাচ্য এবং তেলসমৃদ্ধ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

ট্রাম্প প্রশাসন বলছে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড সৈন্যদের মধ্যপ্রাচ্যে তৎপরতা লক্ষণীয়। বিশেষ করে সিরিয়া ও ইরাকসহ অন্যান্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপের মতো বিষয়টি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। আর এরপর থেকেই ট্রাম্প প্রশাসন ইরানের রেভ্যুলুশনারি গার্ড ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্তি করে তাদের নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করেছে।

এ প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই হোয়াইট হাউজ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে শক্ত সমর্থন দেয়। তবে পরিকল্পনা চূড়ান্তের আগে সেটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, "যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন তেহরানকে দেশটির জন্য হুমকি মনে করে। আর তেহরানের ইন্ধনে চলা লেবাননের ইসলামী সংগঠন হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকের বিভিন্ন শিয়া সংগঠনই হবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া