adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেয়ারবাজারে বড় উত্থান

dse-cseডেস্ক রিপাের্ট : বুধবার (০৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও আর্থিক লেনদেনে বড় উত্থান হয়েছে। এছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। মুদ্রানীতিকে কেন্দ্র করে অহেতুক সৃষ্ট আতঙ্ক থেকে বিনিয়োগকারীরা বের হয়ে আসায় শেয়ারবাজার ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, মুদ্রানীতিকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা অহেতুক আতঙ্কিত হয়ে পড়েছিল। যার কোন ভিত্তি নেই। এখন বিনিয়োগকারীরা সেখান থেকে বেরিয়ে আসায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৪৮৮ পয়েন্টে। যা মঙ্গলবার ২৯ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট বেড়েছিল।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে ২৮১টি বা ৮৫.৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৪৩টি বা ১৩.১১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি বা ১.২২ শতাংশ কোম্পানির।
বুধবার ডিএসইতে ৮৯৮ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৬২০ কোটি ৩২ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৭৮ কোটি ৪৩ লাখ টাকার বা ৪৫ শতাংশ।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এদিন কোম্পানির ৩৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এএফসি অ্যাগ্রো বায়োটেকের ২৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
লেনদেনে এরপর রয়েছে- এসিআই ফরমুলেশন, এ্যাপোলো ইস্পাত, ইসলামী ব্যাংক, আইডিএলসি, আরএসআরএম স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স ও আরএকে সিরামিকস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২৯৬ পয়েন্টে। বাজারটিতে ৫১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তীত রয়েছে ১২টির।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া