adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সিইসি বললেন- সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা নির্বাচন পরিচালনা করেছি

C E Cনিজস্ব প্রতিবেদক : নির্বাচন পরিচালনা করার সময় কারো ফোন কলও পায়নি, কোন চাপও ছিল না বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ।
নির্বাচন পরিচালনা করার সময় কোনো ধরনের চাপ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অনেক সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচন পরিচালনার সময় কোনো ধরনের চাপ ছিল না। এমকি কারো ফোনকলও পাইনি।'
বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনের নতুন ভবনের মিডিয়া সেন্টারের সম্মেলনে কক্ষে নির্বাচন কমিশনের বিদায়ী সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ‘না, আমাদের কোনো ব্যর্থতা নেই।’
আপনাদের ওপর যদি কোনো চাপ না থাকে তাহলে এতোগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন কেন হলো- এমন প্রশ্নের জবাবে রকিব বলেন, 'এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমাদের স্বাধীন দেশ। মুক্ত গণমাধ্যম। এখানে মুক্ত আলোচনা হয়। অন্য ভালো দেশের গণমাধ্যমের চেয়ে আমাদের দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী। এখানে অনেকেই অনেক কথা বলে।'
রকিব আরো বলেন, ‘নির্বাচনের সময় যারা আমাদের বিরুদ্ধে নানা ধরণের মন্তব্য করেছেন তারা পরবর্তী সময়ে আমার অফিসে এসে অভিনন্দন জানিয়ে গেছেন। তারা বলেছেন আমরা অনেক সময় অনেক কথা বলি রাজনৈতিক কারণে।'
নতুন নির্বাচন কমিশনকে শুভকামনা জানিয়ে কাজী রকিব বলেন, 'নতুন নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো নির্দেশনা নেই। যারা নতুন নির্বাচন কমিশনে এসেছেন তারা সবাই সম্মানীয় ব্যক্তি। তাদের কাজ দেখেই আপনারা তাদেরকে বিচার করবেন। নতুন কমিশনের প্রতি আমাদের শুভকামনা। তারা যেন নতুন ভবনে সুন্দরভাবে কাজ করতে পারেন।'
নিয়ম অনুযায়ী আজ বুধবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে। কেননা, তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন। ৮ ফেব্রুয়ারি তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়েছে।
এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তার নিজস্ব পদেই থাকছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া