adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়র মীরুর গাড়িচালক গ্রেফতার

ARESTডেস্ক রিপাের্ট : সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী মেয়র হালিমুল হক মীরুর গাড়িচালক ও হত্যা মামলার অন্যতম আসামি শাহীন আলমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার স্টারলিট বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন আলম শাহজাদপুর উপজেলার বাড়াবিল এলাকার বাসিন্দা ও মেয়র মীরুর গাড়িচালক বলে জানিয়েছেন ওসি।
তিনি আরো জানান, শাহীন আলম সাংবাদিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে রোববার রাত ১০টার দিকে রাজধানী ঢাকার শ্যামলী এলাকা থেকে সিরাজগঞ্জ পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ হালিমুল হক মীরুকে গ্রেফতার করে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে রাস্তা থেকে জোর করে মেয়রের বাড়িতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বিজয়কে হাসপাতালে ভর্তি করা হয়। ১২টার সময় বিজয়ের এলাকার লোকজন একত্রিত হয়ে বাজারে একটি বিক্ষোভ মিছিল করে এবং বিকেল ৩টায় বিজয়ের নিজ গ্রাম কান্দাপাড়ার জনসাধারণ মেয়রের বাড়ির দিকে অগ্রসর হলে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু এবং পিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সমকালের সাংবাদিক আ. হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া