adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের বিশ্বাস, নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে

O K Aনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অবশ্যেই নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে। এতে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। অতীতের মতো তারা যদি আবার একই ভুল করে তাহলে দলটি আরও সংকুচিত হবে।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিভিল ফেস্টের সমাপনী অনুষ্ঠান  ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন  এবং এ কমিটির সুপারিশে যে  সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১২৮জনের নাম সুপারিশ করেছিল তার থেকে নিতে হবে পাঁচ জনকে। সার্চ কমিটিকে আমরা পাঁচটি নাম দিয়েছিলাম, বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজনকে নেয়া হয়েছে আর আওয়ামী লীগেরও একজনকে নেয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথায়? অন্যান্য দলের দেয়া নাম হতেও নেয়া হয়েছে।’

কাদের বলেন, দেশের সুশীল ও বুদ্ধিজীবী সমাজ নতুন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছে বলেও মন্তব্য করেন কাদের।

বিএনপির  ক্ষোভ হতাশার কোনো কারণ খুঁজে পাচ্ছি না উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছেন বিএনপির নেতারা। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে?’

কাদের বলেন, ‘বিএনপির একটি পুরানো অভ্যাস হলো বিচার মানি তালগাছটা আমার। নির্বাচন কমিশনে তাদের একজন আমাদের একজন। বিএনপিকে এখন পুরো লিস্ট ধরিয়ে দিলেও বলতো আমরা মানি না মানবো না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া