adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘সার্কাসসুন্দরী’

SALAUDDINডেস্ক রিপাের্ট : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে তরুণ লেখক সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘সার্কাসসুন্দরী’। বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী।

‘সার্কাসসুন্দরী’ সালাহ উদ্দিন মাহমুদের প্রথম গল্পগ্রন্থ। ২০০৬ সাল থেকে গল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে তিন বার সুনীল সাহিত্য পুরস্কার লাভ করায় গল্পের প্রতি তার আগ্রহটা প্রবল। কবিতা লিখলেও গল্প, প্রবন্ধ ও নাটকের প্রতি টান বেশি। ২০০৩ সালে প্রথম লেখা প্রকাশের দীর্ঘ এক যুগ পর গ্রন্থ প্রকাশের বাসনা এবার আলোর মুখ দেখছে।

‘সার্কাসসুন্দরী’ গল্পগ্রন্থে ১৩টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হচ্ছে- মাহিনের ইচ্ছেগুলো, ক্ষত, মিথিলা এখনো কানামাছি খেলে, বাসর রাতে বেড়াল বৃত্তান্ত, কবির সঙ্গে একরাত, যুবতী এবং চাঅলা, কাশফুল, মাউছ্যা ভূত, হাক্কা, মাঝ রাতে কবির সঙ্গে,  অন্তহীন, সার্কাসসুন্দরী এবং দ্বিখণ্ডিত কণ্ঠনালী।

গল্পগুলো ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে লিখিত। সব গল্পই বিভিন্ন পত্রিকা বা অনলাইনে প্রকাশিত। পাঠকের সুবিধার্থে গল্পগুলো একত্র করার চেষ্টা করা হয়েছে। গল্পগুলো সমসাময়িক সমস্যা, প্রেম, প্রতারণা, অবক্ষয়, হতাশা, বেকারত্ব প্রভৃতি বিষয় নিয়ে আবর্তিত হয়েছে। সহজ-সাবলীল ভাষায় লেখা গল্পগুলো সবশ্রেণির পাঠকের বোধগম্য হবে সহজেই।

বইমেলার ৩২৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া