adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক- ইসরায়েলের নিন্দা প্রধানমন্ত্রীর

image-18988নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন অটুট থাকার কথা জানানো হয়েছে। একই সঙ্গে নিন্দা জানানো হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে দুই নেতা কিছু সময় একান্তে আলোচনা করেন। পরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের যৌথ কমিশন গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়।

aএই সমঝোতার আওতায় দুই দেশের পররাষ্ট্রবিষয়ক কার‌্যালয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা ও পরামর্শ হবে বলে বৈঠক শেষে জানান বাংলাদেশের পররাষ্ট্র-সচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্র-সচিব সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনবাদী পদক্ষেপের কারণে ফিলিস্তিন এখন বিশেষ সংকটজনক অবস্থায় আছে। ফলে দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

সম্প্রতি ইসরায়ের পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ওদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে। এই জেরুজালেমকে ফিলিস্তিন ও ইসরায়েল নিজেদের রাজধানী বলে দাবি করে আসছে।  

পররাষ্ট্র-সচিব জানান, ফিলিস্তিন সংকট নিরসনে ইসরায়েল ও ফিলিস্তিন- এই দুই রাষ্ট্র গঠনে জাতিরাষ্ট্রের পুরনো সিদ্ধান্তের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে।

পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের যে উদ্যোগ নিয়েছে ইসরায়েল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিন্দা জানিয়েছেন উল্লেখ করে পররাষ্ট্র-সচিব জানান, মুক্তিকামী ফিলিস্তিনিদের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের গভীর বন্ধুত্বের কথাও  স্মরণ করেন প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি না দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বিকালে ঢাকায় আসেন মাহমুদ আব্বাস। এটি তার প্রথম বাংলাদেশ সফর। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিনি এই সফরে এলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া