১ লাখ ২৭ হাজার বাংলাদেশি এবছর হজে যাবেন
ডেস্ক রিপাের্ট : সৌদি আরবের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এই বছর হজে যেতে পারছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি।
১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সৌদি আরবের সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনের সঙ্গে হজ সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তিতে সই করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ বছর আমাদের প্রস্তাব ছিল এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সৌদি সরকার আমাদের প্রস্তাব মেনে নিয়েছে।’
প্রতি বছর সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলিমকে হজ করতে সুযোগ দেয় সৌদি আরব। গত বছরও ১ লাখের বেশি বাংলাদেশি হজ করতে গিয়েছিল।
এবছর হজ চুক্তি করতে গত সোমবার রাতে ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সৌদি আরব যান।
এই সফরে দ্বিপক্ষীয় হজ চুক্তি ছাড়াও বাংলাদেশের হজ প্রতিনিধি দল দক্ষিণ এশীয় হাজীসেবা সংস্থা, ইউনাইটেড জেনারেল কার সিন্ডিকেট, মদিনা আদিল্লা অফিস এবং সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলাদা ৪/৫টি অধিচুক্তি স্বাক্ষর করবেন।
প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, যুগ্মসচিব (হজ) মো. হাফিজ উদ্দিন, ধর্মমন্ত্রীর একান্ত সচিব মো. আবুল কালাম আজাদ, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জনাব মো. আবু সাঈদ।
তারা আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।