adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশে বইমেলায় আসছে ডট বাংলা

BOIডেস্ক রিপাের্ট : ১ ফেব্রুয়ারি সবার জন্য উন্মুক্ত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি) ডট বাংলা। একইদিন একুশে বইমেলাতেও হাজির হচ্ছে ভার্চুয়াল বিশ্বের নতুন এই ঠিকানা।

এ বিষয়ে ডট বাংলায় নিবন্ধন পেতে ইতিমধ্যেই উইকিপিডিয়া, গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের বিপরীতে ডোমেইন নিতে সংশ্লিষ্টরা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিটিআরসি পরিচালক (জনসংযোগ) মীর মোহাম্মদ মোরশেদ।

তিনি জানান,  আগামি ১ ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের জন্য ডটবাংলা ডোমেইন উন্মুক্ত করে দেয়া হবে। একুশে বইমেলাতে ৫০ নম্বর স্টল থেকে তাৎক্ষণিক নিবন্ধন করা যাবে। ৫০০ টাকার বিনিময়ে ডট বাংলা ডোমেইনে নাম নিবন্ধন করা যাবে।

এছাড়া বিটিসিএলের ওয়েবসাইটেও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট ফি’র সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও অনলাইনে ফি পরিশোধের খরচ দিয়ে যে কোনো ব্যক্তি পছন্দের নাম নিবন্ধন করতে পারবেন। তবে এক্ষেত্রে ১০০০ টাকা ফি দিতে হবে।  

ডটবাংলার অপারেশনের দায়িত্বে থাকা বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, ইতিমধ্যেই ডট বাংলা নিবন্ধনের জন্য ১ হাজার আবেদন জমা পড়েছে। ডটবাংলাকে জনপ্রিয় করতে আসছে একুশে বইমেলাতেও ডটবাংলার প্রচারণা ও নিবন্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।   

প্রসঙ্গত, ডট বাংলা ডোমেইনের নিয়ন্ত্রক ডট বিডি’র মতোই বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটির সঙ্গে এই ডোমেইনের কারিগরি উন্নয়নের সহযোগিতা করেছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর। আর এটি পরিচালনা করছে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া