adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসি গঠনে বিশিষ্টজনরা দক্ষ ও সাহসী ব্যক্তিদের চায়

CECডেস্ক রিপাের্ট : নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে দেশের বিশিষ্টজনদের মতামত গ্রহণের প্রথম পর্ব শেষ হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ ও সাহসী ব্যক্তিদের কমিশনার হিসেবে নিয়োগ দিতে পরামর্শ দিয়েছেন তারা।

সোমবার (৩০ জানুয়ারি) সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত প্রথম বৈঠকে বিশিষ্টজনেরা বিভিন্ন মত দিয়েছেন।

তারা বলেছেন, নির্বাচন কমিশনে যারা সিলেক্টেড হবেন তারা হবেন সৎ, দক্ষ এবং পর্ষদটি পরিচালনা করার জন্য একটি ভাল টিম হবে। প্রায় পৌনে ২ ঘন্টাব্যাপি বৈঠকে অনেকে লিখিত এবং মৌখিক মতামত তুলে ধরেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘প্রথমবারের সার্চ কমিটি কিছু নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে। আমরা কিন্তু আগে আলোচনা করে একমত হইনি। প্রত্যেকে প্রত্যেকের মতামত তুলে ধরেছি। কেউ কেউ লিখিতভাবে জমা দিয়েছে।’

তিনি বলেন, ‘সার্চ কমিটিকে যেটা সুপারিশ করেছে সেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়ার মধ্যে ওনারা সিলেকশন করবেন, আরেকটা হচ্ছে সিলেকশন যেটা করছেন তার প্রক্রিয়া স্বচ্ছ রাখুন, তাতে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। সিলেকশনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিগুলো তারা চিন্তা করবেন। আজকে যে জিনিসগুলো দেয়া হয়েছে তারা অত্যন্ত পজেটিভলি নিয়েছেন। তারা নিজেরা বসে এগুলো নিয়ে পর্যালোচনা করে কিছু একটা দাড় করাবেন।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছেন। আমাদের বক্তব্য শুনেছেন। এখন ওনারা কি মানদণ্ডের ভিত্তিতে লোক সিলেকশন করবেন তা জানানা উচিত। এছাড়া আমাদের বক্তব্যের কতটুকু নেয়া হয়েছে সেটাও জানানো উচিত।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘আমরা নাগরিক কমিটির কয়েকজন সদস্য মাত্র। সার্চ কমিটির একটি নিজস্ব কর্মপদ্ধতি আছে। কারা কমিশনে যাবেন, না যাবেন সব দায়িত্ব সার্চ কমিটির। আমাদের নয়। মানুষজন কোন ধরণের ব্যক্তিদের ইসিতে দেখতে চায় সে বিষয়ে আমাদের থেকে ধারণা নেয়া সার্চ কমিটির উদ্দেশ্য। এটা বিশেষভাবে গবেষণা করে বের করার বিষয় নয়। প্রত্যেকে  আমরা নির্বাচন কমিশনে এমন ব্যক্তি দেখতে চাই যারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। সেখানে সৎ যোগ্য উপযুক্ত ও জাতীয় দায়িত্ব হিসেবে যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন সে রকম ব্যক্তিদেরই সার্চ কমিটি খোঁজে পেতে পারেন সে ব্যাপারে তারা আমাদের সঙ্গে মত বিনিময়র করেছেন।’

সার্চ কমিটির আস্থার সংকটের বিষয়ে তিনি বলেন, ‘এ সংকটটা  বিভাজিত। কিছু মানুষের আছে কিছু মানুষের নেই। এটার ওপর দাড়িয়ে থাকলে আমরা সামনের দিকে এগুতে পারব না। আস্থার সংকট অনেকটা প্রশমিত হয়ে গেছে। আমি মনে করি এরা (সার্চ কমিটি) অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আস্থা আনাটাও জনগণের নৈতিক দায়িত্ব।’

পরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, ‘আজকে সার্চ কমিটি ১২জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছেন। তাদেরকে আমাদের কমিটি স্বাগত জানিয়েছে। ওনাদের মূল্যবান পরামর্শ ও বক্তব্য শুনেছেন। এবং তারা ইসি ও সিইসি বাছাইয়ে কি ক্রাইটেরিয়া হতে পারে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন সেগুলো আমরা রেকর্ড করেছি। আগামী ১ জানুয়ারি বেলা ১১টায় আরও ৫ জনতে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে ওইদিন সকাল ১১টায় দ্বিতীয় বৈঠক হবে।

এছাড়া রাজনৈতিক দলগুলোর নাম জমা দেয়ার সময় ৩১ তারিখ সকাল ১১টা থেকে বাড়িয়ে ৩টা পর্যন্ত করা হয়েছে বলে জানা তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া