adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে জয়ী করায় আম্পায়ারকে কাঠগড়ায় নিবেন ইয়ান মর্গান

Englandস্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রথমটি ৯ উইকেটে জিতেছে ইংল্যান্ড। গতকাল দ্বিতীয় ম্যাচটিও জয়ের পথে ছিল তারা। কিন্তু আম্পায়ারের পপাতিত্ব ইংল্যান্ডকে সিরিজ জিততে দেয়নি। যে কারণে ভীষণ চটে আছেন দলনায়ক ইয়ার মর্গান। এর শেষ দেখে নেবেন তিনি। আম্পায়ারকে হাজির করবেন কাঠগড়ায়। রোববার ভারতের বিপে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়ন মর্গান। ৫ রানে হেরে যাওয়া ম্যাচে শেষ ওভারের প্রথম বলে জো রুটের এলবিডব্লিউর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি জানান, ইংলিশ টিম ম্যানেজম্যান্ট এ ব্যাপারে ম্যাচ রেফারির নিকট অভিযোগ জানাবে।
রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতলেও সিরিজ জিতে যেত সফরকারী ইংল্যান্ড। সেজন্য মঞ্চও তৈরি ছিল। ভারতের ১৪৪ রানের জবাবে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে সফরকারীরা তুলে ফেলেছিল ১৩৭ রান। ফলে জয়ের জন্য শেষ ওভারে ইংলিশদের দরকার ছিল মাত্র ৮ রান। ব্যাটিংয়ে তখন দুই হার্ডহিটার ব্যাটসম্যান জো রুট ও জজ বাটলার। কে বলবে ম্যাচটি হারবে ইংলিশরা। স্ট্রাইকে থাকা ইনফর্ম ব্যাটসম্যান রুটকে প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু ভারতীয় আম্পায়ার চেতিহোদি শামসুদ্দিনের দেওয়া আউটটি টিভি রিপ্লেতে দেখা যায় বলটি আগে ব্যাটের কানায় লাগে।
মরগান বলেন, তৃতীয় ম্যাচের আগেই আমাদের সিরিজটি জেতার সুযোগ ছিল। আম্পায়ারের এমন বাজে ভুলের ব্যাপারে আমরা ম্যাচ রেফারির কাছে অভিযোগ করবো। টি-টোয়েন্টি সিরিজে ডিআরএস পদ্ধতি না থাকার জন্যও ােভ উগরে দেন ইংলিশ অধিনায়ক।
তিনি আরও বলেন, ‘টি-২০ ম্যাচের এমন একটি সিদ্ধান্ত খেলার পুরো রঙ নষ্ট করে দেয়। যে ইনিংসে ৪০টি বল (৩৮ বল) খেলেছে, তার প্রথম বলেই এভাবে আউট হওয়াটা দুঃখজনক। তবে আশাকরি আমাদের সিরিজ জেতার এখনও সুযোগ রয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া