adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়া ভাষ্যকার নূর আহমেদের তৃতীয় মুত্যুবার্ষিকী আজ

NOORশামসুল ইসলাম : বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার নূর আহমেদের তৃতীয় প্রয়ান দিবস আজ ২৯ জানুয়ারি রােববার। ১৯৩৫ সালের ১৩ জানুয়ারী তাঁর জন্ম হয়  পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়। পিতা মোরশেদ আলী এবং মাতা হামিদা খাতুন। উত্তর চব্বিশ পরগনার কাজীপাড়া হযরত একদিল শাহ উচ্চ বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন এবং খেলোয়াড়ি জীবনের শুরু। 

কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে ১৯৫৯ সালে স্নাতক পাশ করেন। ১৯৬৪ সালে ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ শাহজাহান সাহেবের অনুপ্রেরণায় ক্রীড়া ধারাভাষ্যে আসেন। তিনি ঐতিহ্যবাহী কোলকাতা মোহামেডানের সাবেক ফুটবলার ছিলেন। ষাটের দশকে ঢাকার ফুটবলেও তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। এছাড়া তিনি ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ। 
পেশা জীবনে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। নূর আহমেদ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের আজীবন সদস্য ছিলেন। উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পি মান্নাদের ঘনিষ্ট বন্ধু ছিলেন তিনি। মান্নাদের বিখ্যাত গান ‘‘কফি হাউস” এর মঈদুল চরিত্রটি ক্রীড়া ভাষ্যকার নূর আহমেদকে নিয়েই রচিত হয়েছিল।

বাংলাদেশে স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামিম আশরাফ চৌধুরী, সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, সিনিয়র সদস্য নিখিল রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল ইসলাম, সদস্য পলাশ খাঁন, কাজল সরকার, জামিলুর রহমান, জাহিদুল ইসলাম বোরহান, এস.এম আবদুস শাকুর, মোঃ কামরুজ্জামান, মোঃ মাহফুজুল আলম সহ ফোরামের সকল সদস্যবৃন্দ নূর আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া