adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ডিএসইর লেনদেনে পতন

weeklyডেস্ক রিপাের্ট : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৬ সালের (৪-৮ ডিসেম্বর) সপ্তাহে আর্থিক লেনদেন বাড়া শুরু করে। যা টানা ৭ সপ্তাহ বাড়ার পরে সর্বশেষ সপ্তাহে (২২-২৬ জানুয়ারি) কমেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, ২০১৬ সালের ৪-৮ ডিসেম্বরের সপ্তাহে ডিএসইতে ২০.৮৩ শতাংশ লেনদেন বাড়ার মাধ্যমে টানা উত্থানের শুরু হয়। এ সময় দৈনিক গড় হিসাবে ৮৭০ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়। যা ছাড়িয়ে যায় ১১-১৫ ডিসেম্বরের সপ্তাহে। এ সপ্তাহে ৪.৯৪ শতাংশ বেড়ে দৈনিক গড় হিসাবে এ লেনদেন হয় ৯১৩ কোটি ১৪ লাখ টাকা। যা ১৮-২২ ডিসেম্বরের সপ্তাহে ২.৩৪ শতাংশ বেড়ে ৯৩৪ কোটি ৫১ লাখ টাকা, ২৬-২৯ ডিসেম্বরে ১৫.০৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫ কোটি ২৬ লাখ টাকা, ১-০৫ জানুয়ারি ১৬.৯৫ শতাংশ বেড়ে ১ হাজার ২৫৭ কোটি ৫১ লাখ টাকা, ৮-১২ জানুয়ারি ১৩.৫৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৮ কোটি ৫ লাখ টাকা ও ১৫-১৯ জানুয়ারি ২৫.৭৫ শতাংশ বেড়ে হয় ১ হাজার ৭৯৫ কোটি ৭৩ লাখ টাকা। তবে ২২-২৬ জানুয়ারি ৩.৫৮ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৩১ কোটি ৪৩ লাখ টাকার।

এদিকে গত সপ্তাহে মোট ৮ হাজার ৬৫৭ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে হয়েছিল ৮ হাজার ৯৭৮ কোটি ৬৪ লাখ টাকার।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯৬.০৬ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ১.৯০ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ০.৯৫ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.০৯ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।

গত সপ্তাহে আর্থিক লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৫৮ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৫৬১৮.৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক ১৬.৯৪ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ ও ডিএসই ৩০ সূচক ৫৪.৭৭ পয়েন্ট বা ২.৭৬ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯১.১৯ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়ে দাড়িয়েছিল ৫৫৩৪.০৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩২.৫৪ পয়েন্ট বা ২.৬২ শতাংশ ও ডিএসই ৩০ সূচক ৭৩.২০ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ বেড়েছিল।

ডিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টি বা ৪৫.৪৫ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ১৬৮টি বা ৫০.৯১ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ১২টি বা ৩.৬৪ শতাংশ কোম্পানির।

সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ৬৮ হাজার ৬৬৩ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ১১৭ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১.৪৮ শতাংশ।
গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামি ব্যাংকের শেয়ার। এ সময় কোম্পানির ২৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো’র লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৪৯ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.০৪ শতাংশ। ২১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়ার ও লাফার্জ সুরমা সিমেন্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া