adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেস অ্যাপস নেক্সট জেনের উদ্বোধন

SPECEডেস্ক রিপাের্ট : দেশে প্রথমবারের মত শুরু হলো স্পেস অ্যাপস নেক্সট জেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে শুরু হওয়ার এই আয়োজন উপলক্ষে আগামী ৩৬ ঘন্টা পর্যন্ত চলবে স্পেস অ্যাপস নিয়ে হ্যাকাথন। 

হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, আসিটি বিভাগের সচিব মোঃ হারুনুর রশিদ বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু প্রমুখ বক্তব্য রাখেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেস অ্যাপস নেক্সট জেনের প্রধান মেনটর ডঃ তৌহিদ ভূঁইয়া,  পিবাজার ডট কমের সিইও মোঃ শাহীন, মেনটর শামসুল হক। 

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, শুধু বিজয়ীরাই নয়, সকল উদ্ভাবকদের পাশে সমানভাবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। এছাড়া ও স্পেস অ্যাপস নেক্সট জেন এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন মন্ত্রী।

ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান বলেন, প্রযুক্তির ছোঁয়ায় আমরা এখন উদ্ভাসিত। বাংলাদেশ ইনোভেশন ফোরামের এমন উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে। 

প্রতিযোগিতার জন্য এর আগে প্রায় ৪০০ প্রজেক্ট থেকে ১০০ টি প্রজেক্ট নিয়ে ব্যুট ক্যাম্প সম্পন্ন হয়। ফাইনাল ব্যুট ক্যাম্পে আগত শিক্ষার্থীরা তাদের আইডিয়া এবং প্রজেক্ট নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অভিজ্ঞ মেন্টরদের সাথে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে। পরে, উপস্থিত শিক্ষার্থীদের স্পেস অ্যাপস নেক্সট জেন এবং এর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
  
প্রসঙ্গত, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের যৌথ উদ্যোগে  বাংলাদেশে এই প্রথমবারের মত আয়োজন করা হলেও, এর আগে বিশ্বের ৫ টি দেশ আন্তর্জাতিক এই হ্যাকাথনের আয়োজন করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া