adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার সরে না আসলে আন্দোলন চলবে- আনু মুহাম্মদের হুশিয়ারি

ANUনিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরকার সরে না আসলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি সফল করতে রাজধানীর ১০টি পয়েন্টে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। পল্টন মোড়ে অবস্থান নিয়ে এ হুঁশিয়ারি দেন আনু মুহম্মাদ।

তিনি বলেন, কিছু ব্যক্তি নিজেদের মুনাফার জন্য দেশ ও জনগনের ক্ষতি জেনেও সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে কাজ চালিয়ে যাবে সেটা মেনে নেয়া যায় না।

এদিকে, জাতীয় জাদুঘর থেকে বিশ্ববিদ‌্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকার মধ‌্যে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই হরতাল শুরুর পর টিয়ার শেল ও রাবার বুলেটে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারসহ বিক্ষোভে থাকা অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

এ প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ‘সরকার ভয়ভীতি দেখানোর জন্য সকালে শাহাবাগে দফায় দফায় পুলিশ দিয়ে হামলা চালিয়েছে। টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে হরতাল সমর্থকদের ওপর। ’

বৈজ্ঞানিক তথ্য, জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে বাংলাদেশের জলবায়ু হুমকির মুখে পড়বে এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা থাকলে সরকার জনগণের দাবি মেনে নিত। ’

আনু মুহাম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, বাধ্য হয়ে হরতাল কর্মসূচি দেয়া হয়েছে। সরকার যদি জনগণের কথা ভেবে আমাদের যুক্তি-তর্ক বোঝার চেষ্টা করলে হরতাল দেয়ার দরকার হতো না।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া