adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের

image-17711নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কেন আমরা রাষ্ট্রনায়ক বলি, তিনি রাষ্ট্রনায়কের চেয়েও বেশি কিছু। সি ইজ মোর দ্যান পলিটিশিয়ান। কারণ রাজনীতিবিদ ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে।’

২৪ জানুয়ারি মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের পুনর্মিলনীতে একথা বলেন তিনি।  এর আগে ১৯৭৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের মঞ্চের সামনে উপস্থিত হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৪১ বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনীতিকের নাম শেখ হাসিনা। ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন কে? এসময় সমস্বরে নেতাকর্মীরা বলেন-শেখ হাসিনা।

কাদের বলেন, সারাবিশ্বে প্রশংসিত নেতা শেখ হাসিনা। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রোথে ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও মিশরকে পেছনে ফেলে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর পেছনের কারিগর শেখ হাসিনা। সারাবিশ্বের বিস্ময় এখন বাংলাদেশ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশে এত উন্নয়ন, এত অর্জন দুই একটি ঘটনায় এটা যেন ম্লান না সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সারাবছরের কোনো অর্জন ও উন্নয়ন একদিনে ম্লান হতে দেব না।’

ছাত্রলীগের পুনর্মিলনীর এই সমাবেশে কোনো ব্যানার ফেস্টুন না থাকায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ পরিবর্তনের ধারা চালু করেছে। তাদের ধন্যবাদ। আজকে এখানে কোনো ব্যানার ফেস্টুন নেই এটাই পরিবর্তন ‘

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া