adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের টিভি টক শোতে বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা

WASIM-SOABস্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তী ওয়াসিম আকরাম আর শোয়েব আখতার নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন, বাংলাদেশ এখন উপ-মহাদেশের পরাশক্তি। এর বাইরেও বিদেশের মাটিতে তারা টেস্ট প্লেইং দেশের  বিরুদ্ধে লড়াই করতে পারে।  ওয়েলিংটন টেস্টই তার জ্বলন্ত উদাহরণ।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ক্রীড়া বিষয়ক আলোচনায় একসঙ্গে অংশ নিয়েছিলেন ক্রিকেটের দুই গ্রেট।  সঞ্চালকের সঙ্গে ছিলেন আরও দু’জন আলোচক। অনুষ্ঠানের সঞ্চালক ওয়েলিংটন টেস্টের কথা তুলে ধরলে বাংলাদেশের ক্রিকেটকে প্রশংসায় ভাসান আকরাম ও শোয়েব। এ সময় ওয়াসিম আকরাম বলেন, বাংলাদেশ হেরেছে, এটাকে আমি বড় করে দেখছি না। তারা যেভাবে খেলেছে তাতে তারা সবার হৃদয় জয় করেছে নিশ্চিত। সকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের প্রসংশা করেন অনুষ্ঠানের চার আলোচকই। ওয়াসিম আর শোয়েব আখতার বলেছেন, ১৬০ রানে বাংলাদেশের চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটিতে সত্যিই মুগ্ধ হয়েছি।
পাকিস্তান ক্রিকেটের দুই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করতেও ভোলেননি তারা। মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গ তুলে শোয়েব আখতার বলেন, তার (মাশরাফি) অসাধারণ নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা বদলে গেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই শোয়েব আখতারের এই বক্তব্যে একমত পোষণ করেন। ওয়েবসাইট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া