adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নয়, বাংলাদেশ নালিশ পার্টি নাম রাখার পরামর্শ

kader-jugantorডেস্ক রিপাের্ট : বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) থেকে নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
  
১৭ জানুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। 
  
তিনি বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্ত সত্য খুঁজে পায় না। সব সময় নালিশ করতে থাকে। এজন্য তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। তাদের নাম বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি (বিএনপি) রাখা উচিত। 
  
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাম্বজেট মার্কা কমিটি করে। নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। এ অবস্থায় কর্মীরা মাঠে থেকে কি করবে? প্রশ্ন রাখেন তিনি। 
  
এসময় মন্ত্রীর উপস্থিতিতে ফিটনেসবিহীন যানবাহন চালনোর অভিযোগে মহাসড়কের ৭জন চালককে ১৫দিন করে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনিবুর রহমান। 
  
সেখানে হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন সেতুমন্ত্রী। 
  
এসময় স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া