adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যবসার আইনে অস্পষ্টতা থাকায় স্বার্থান্বেষীরা সুযোগ নিচ্ছে

image-16376নিজস্ব প্রতিবেদক : দেশে ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত আইনগুলো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, এই অস্পষ্টতার সুযোগ নিচ্ছে স্বার্থান্বেষীরা।   

১৪ জানুয়ারি শনিবার রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ আয়োজিত ‘ক্যারিয়ার ইন ল’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করার জন্য সব খাতের আইনে স্পষ্টতা আনতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান তার পুরনো কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনায় ফিরে আসেন। গভর্নর হওয়ার আগে তিনি আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের গুরুদায়িত্ব পালন করেন।

আর্থিক খাতে দীর্ঘদিন নিজের সংশ্লিষ্টতার অভিজ্ঞতা থেকে সাবেক গভর্নর বলেন, ‘প্রাকটিক্যালি আমি দেখেছি, আমাদের দেশের ব্যবসায়ের সাথে সম্পর্কিত আইনগুলো এখনো সুস্পষ্টভাবে সেভাবে গড়ে ওঠেনি। আইনে অনেক অস্পষ্টতা আছে। স্বার্থান্বেষী মহল এই অস্পষ্টতার সুয়োগ খুব দ্রুত গ্রহণ করছে।’

সেমিনারে উপস্থিত দুদক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে ড. আতিউর বলেন, ‘কোনো কথা নেই এক দিনের মধ্যে সমস্ত শেয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে কোনো একটি গ্রুপের নামে। এবং পরের দিন সেই পরিবর্তিত শেয়ার নিয়ে একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়ে যাচ্ছে। এটা কি খুবই নৈতিক বিষয়?’

সাবেক গভর্নর বলেন, ‘দুর্নীতি শুধু কে কতটুকু ঘুষ নিল সেটিই নয়। আমি মনে করি, যেখানে প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে, সমস্ত ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ কুক্ষিগত হচ্ছে, এগুলোও এক ধরনের দুর্নীতি।’ তিনি বলেন, ‘সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রসারিত করতে হবে। সাধারণ মানুষের কল্যাণের জন্য স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাষণ নিয়ে আসতে হবে।’ আর্থিক খাত, ব্যাংকিং এবং ইনসুরেন্স- সব খাতে সর্বত্রই আইনের অস্পষ্টতা আছে বলে করেন তিনি।

দেশের বিচারব্যবস্থা সব দিকেই নজর রাখছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিউর বলেন, ‘কিন্তু বিশেষ করে বিজনেস ও ফাইনেন্স রিলেটেড আইন-কানুন আরো অনেক বেশি স্বচ্ছ ও স্পষ্ট করার দরকার আছে। এই আইনগুলো পরিচালনা করার জন্য আরো অনেক বেশি নজর দেয়ার দরকার আছে।’

শিক্ষাব্যবস্থা থেকে এটা গড়ে উঠলে একসময় এই নতুন প্রজন্ম বড় ধরনের ভূমিকা পালন করবে বলে মনে করেন ড. আতিউর। তিনি বলেন, ‘এর মধ্য থেকে যারা আইন পেশায় আসবে, তারা উন্নতমানের আইন পেশা নিয়ে আসবে। প্রি-ট্রাম পিরিয়ড এবং পোস্ট-ট্রাম পিরিয়ড পৃথিবী একেবারেই ভিন্ন হয়ে যাবে।’

এ সময় তিনি ট্যারিফ ওয়ার্ল্ডের উদাহরণ দিয়ে বলেন, ‘আগে আমরা সমস্ত ট্যারিফ ওয়ার্ল্ড তুলে দেবার কথা বলেছিলাম। আর আজকে সেই একই বিশ্বে ২০ জানুয়ারির পর দেখব ভিন্ন ট্যারিফ ওয়ার্ল্ড কীভাবে গড়ে তুলতে হয়, ইমপোর্ট সাবসটিটিউশন করতে হয়। আমরা কত বছর আগে ভুলে গেছি, সেগুলো আবার চালু হতে যাচ্ছে। এর প্রভার সারা পৃথিবীতে কী পড়বে আমরা জানি না।’ এ ব্যাপারে শিক্ষার্থীদের চোখ-কান খোলা রাখার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সমস্ত রকম ওঠানামার দিকে লক্ষ রেখে তোমাদের আইন বিভাগটা সুন্দরভাবে সাজাও। শিক্ষকরা সাধারণ আইন তো পড়াবেই, তারপরও ব্যবসা, বাণিজ্য, ফাইনেন্স এই বিষয়গুলোর যে আইন আছে সেগুলো যেন পড়ান সে বিষয়ে আমার অনুরোধ রইল।’

শিক্ষা খাতে ব্যবসা নয়, বরং দেয়ার মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীরে বলেন ড. আতিউর। ‘শিক্ষা খাতে বড় ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য জায়গা আছে ব্যবসা করার। এখানে তোমাকে দিতে হবে। রবীন্দ্রনাথের উক্তি, ‘আমরা জীবনে কি পাব সেটা যেন আমাদের চিন্তার মধ্যে তত না আসে।’ বরং যেটা আসে, আমরা কী দিতে পারব। এই দেবার পরিমাণটা আমাদের জীবনের চেয়েও বেশি হবে।’

সেমিনারে আরো বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, উপাচার্য উইলিয়াম এইচ ড্যারেঞ্জার প্রমুখ সেমিনারে বক্তব্য দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া